মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » যে কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বৈরী সম্পর্ক!


যে কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বৈরী সম্পর্ক!


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে ইদানিং যে কোনো ইস্যুকে কেন্দ্র করে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এছাড়া গত কয়েক মাসে দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী কর্তৃক শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটেছে। এদিকে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রসংসদ অকার্যকর থাকায় ও ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশের অনুপস্থিতিতে শিক্ষার্থীদের ওপর শিক্ষকদের কর্তৃত্বপূর্ণ আচরণের ফলে এমন পরিস্থিতির উদ্ভব ঘটছে বলে মনে করছেন শিক্ষাবিদরা।

শিক্ষাবিদরা বলছেন, একসময় গুরু কিংবা শিক্ষকের মুখনিঃসৃত বাক্য অক্ষরে অক্ষরে পালন করতো শিষ্য বা শিক্ষার্থীরা। দু’পক্ষের মধ্যকার সম্পর্ক ছিল হৃদ্যতাপূর্ণ। কিন্তু বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় এ সম্পর্কের চিত্র সম্পূর্ণ উল্টো। আন্তরিকতার পরিবর্তে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কে জায়গা নিচ্ছে বৈরিতা। বিশেষত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের অবনতিকে উচ্চশিক্ষার জন্য হুমকি হিসেবে দেখছেন তারা।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রপ্রতিনিধির অংশগ্রহণ ছাড়া উপাচার্য প্যানেল ঘোষণাকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় শিক্ষকদের আক্রমণাত্মক ও মারমুখী অবস্থার বিভিন্ন ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ ঘটনাকে নজিরবিহীন বলেও আখ্যা দিয়েছেন অনেকে।

এর আগে গত ৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ক্যান্টিনে খাবার খেতে গিয়ে শিক্ষার্থীর দুর্ব্যবহারের শিকার হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষক। ক্যান্টিনে কর্মচারীদের গালিগালাজ করলে ওই শিক্ষার্থীকে মার্জিত ভাষায় কথা বলার অনুরোধ করেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষকের সঙ্গেও ওই শিক্ষার্থী দুর্ব্যবহার করেন।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা। ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সে ধারণাই বহন করে। অথচ বর্তমানে দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষকের হামলার শিকার হচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষার্থী কর্তৃক শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটছে। এটি খুবই দুঃখজনক ও হতাশাজনক। তবে এখনকার শিক্ষকরা আগের মতো শিক্ষাদানকে ব্রত হিসেবে নিতে পারছেন না। অপেক্ষাকৃত কম যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ দেয়ার ফলে তারা শিক্ষার্থীদের মনে শ্রদ্ধা ও ভালোবাসার জায়গাটা তৈরি করতে পারছেন না। আর সুস্থ রাজনৈতিক চর্চা না থাকার কারণে উচ্ছৃঙ্খল ছাত্র কর্তৃক শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়ে যে জ্ঞানচর্চা হওয়ার কথা, সেখানে শিক্ষক-শিক্ষার্থী উভয়ের অংশগ্রহণ বাধ্যতামূলক। যৌথ অংশগ্রহণমূলক এ কাজ করতে হলে উভয়ের মধ্যে সুসম্পর্ক থাকা বাঞ্ছনীয়। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বৈরী সম্পর্ক থাকলে যথাযথ জ্ঞানচর্চা সম্ভব নয়। তাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে শিক্ষক-শিক্ষার্থী উভয়কেই এগিয়ে আসতে হবে।

পূর্বাশানিউজ/0১ আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি