মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছাড়া শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা


বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছাড়া শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

এ বছর থেকে ভর্তি পরীক্ষা ছাড়া কোন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করতে পারবে না এবং আগামী বছর থেকে তিন সেমিষ্টারের পরিবর্তে দুই সেমিস্টারে শিক্ষাবর্ষ শেষ করতে হবে বলে কঠোর নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

তবে এ সিদ্ধান্তের ব্যাপারে আপত্তি রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির। দেশে ৯৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন রয়েছে। এর মধ্যে কার্যক্রম চালাচ্ছে ৮৯টি। এসব বিশ্ববিদ্যালয়ে আসন আছে প্রায় আড়াই লাখ।

নভেম্বরে অনার্সে ভর্তি কার্যক্রম শুরু করবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো।কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীই নেয়া হয় পরীক্ষা ছাড়া। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, এ বছর থেকে ভর্তি পরীক্ষা ছাড়া শিক্ষার্থী নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে চলতি মাসে চিঠিও দেয়া হয়েছে।

১৪টি বিশ্ববিদ্যালয় দুই সেমিস্টারে শিক্ষাবর্ষ শেষ করলেও বাকিরা করছে তিন সেমিস্টারে। এই সিস্টেমও পরিবর্তনের নির্দেশ দিয়েছে কমিশন।

এবার ভর্তি অনিয়ম ঠেকাতে পর্যবেক্ষণ কমিটিও করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

পূর্বাশানিউজ/0১ আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি