মঙ্গলবার,১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আফগানিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় ২৯ জন নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে শিয়া মুসলিমদের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ২৯ জনের মৃত্যু হয়েছে। প্রাদেশিক রাজধানী হেরাতে গতকাল শেষ বেলায় এ হামলা চালানো হয়। এতে কমপক্ষে ৬৪ জন আহত হয়েছেন। হেরাতের গভর্নর মোহাম্মদ আসিফ রাহিমি হামলায় হতাহতের খবর জানান।

মঙ্গলবারের হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে তালেবানের পক্ষ থেকে হামলায় সম্পৃক্ততার কথা অস্বীকার করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার দিকে জাওয়াদিয়া মসজিদে এ হামলায় একাধিক ব্যক্তি অংশ নেয় বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় পুলিশের মুখপাত্র আব্দুলহাই ওয়ালিজাদা বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একজন আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন এবং অন্তত আর একজন অস্ত্রধারী মুসল্লিদের ওপর গ্রেনেড ছুঁড়ে মেরেছেন।

ওই হামলায় আহত মোহাম্মদ আদি নামে একজন বলেন, দুইজন হামলাকারী মসজিদে ঢোকে এবং লোকজনের দিকে গুলি ও গ্রেনেড ছুঁড়তে শুরু করে।

বিস্ফোরণের পরই হেরাতের প্রধান হাসপাতালে ২০টির বেশি মরদেহ আনা হয়। কোনো কোনো  সূত্র থেকে মৃতের সংখ্যা ৩৩ বলে জানানো হয়েছে। এছাড়া, ৩০ জনের বেশি আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে কারো কারো অবস্থা আশংকাজনক।

গত কয়েক মাসে ধরে আফগানিস্তানের বিভিন্ন এলাকায় শিয়া মুসলমানরা বহু হামলার শিকার হয়েছেন। মাত্র দুই মাস আগেও হেরাতে জামা মসজিদ নামে দ্বাদশ শতকের একটি মসজিদে মুসল্লিদের ওপর হামলায় সাতজনের প্রাণহানি ঘটে। আফগানিস্তানে এ বছর সহিংসতায় এরইমধ্যে এক হাজার ৭০০ এর বেশি বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে।

পূর্বাশানিউজ/0২ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি