সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আইসিইউতে দিলীপ কুমার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৮.২০১৭


পূর্বাশা ডেস্ক:

বেশ কদিন  ধরেই জ্বরে ভুগছিলেন বলিউড কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার।  এরই মধ্যে সে সঙ্গে যোগ হয়েছে কিডনি ও পানি শূণ্যতাজনিত সমস্যা। বুধবার সন্ধ্যায় তাই দিলীপ কুমারকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ৯৪ বছরের অভিনেতার পরিবার জানা গেছে, মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে আইসিইউ-তে রয়েছেন তিনি। হাসপাতালে সর্বক্ষণের জন্য রয়েছেন তার স্ত্রী সায়রাবানু। হাসপাতাল থেকে জানানো হয়েছে, দিলীপ কুমারের বেশ কয়েকটি মেডিকেল টেস্ট করানো হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই তার চিকিৎসা করা হবে। হাসপাতালের সিইও রবিশঙ্কর অবশ্য বলেন, ডিহাইড্রেশনের সমস্যা নিয়ে ভর্তি হলেও আপাতত স্থিতিশীল দিলীপ কুমার। তবে শারীরিক ভাবে বেশ দুর্বল তিনি। আপাতত কিছু দিন তাকে হাসপাতালেই থাকতে হবে বলে জানানো হয়েছে। বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছেন দিলীপ কুমার। গত বছরের ডিসেম্বরেই জ্বর ও পা ফোলার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তার পারিবারিক বন্ধু উদয় তারা নায়ার জানিয়েছেন, গত দু’দিন ধরে জ্বর থাকায় আর দেরি না করে দিলীপ কুমারকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা।

৩ আগস্ট ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি