মঙ্গলবার,১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কাতার সমস্যা সমাধানে দূত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

উপসাগরীয় অঞ্চলে কাতার সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত জেনারেল ও মধ্যপ্রাচ্যে নিয়োজিত সাবেক দূত অ্যান্থনি চার্লস জিনিসহ দুজন কর্মকর্তাকে কাজ করার জন্য অনুরোধ করেছেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। তারা আগামী সপ্তাহে ওই অঞ্চলে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। খবর এএফপি’র

সন্ত্রাসবাদে অর্থায়ন ও তাদের প্রতিপক্ষ ইরানের সঙ্গে মিত্রতা বাড়ানোর অভিযোগে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর গত ৫ জুন কাতারের ওপর বাণিজ্য ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে দেশটিকে একঘরে করে।

যদিও বরাবরই সেসব অভিযোগ অস্বীকার করে আসছে কাতার। দেশটি সন্ত্রাসে অর্থায়ন প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিও করেছে।
উদ্ভুত পরিস্থিতিতে কুয়েত উপসাগরীয় সংকটে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। তবে বিবদমান পক্ষগুলো এখনও পর্যন্ত সরাসরি আলোচনা শুরু করেনি।

এদিকে রেক্স টিলারসন সাংবাদিকদের বলেন, কাতার এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে করা প্রতিশ্রুতি যথাযথভাবেই রক্ষা করে আসছে।
সংকট থেকে উত্তরণের জন্য ওই অঞ্চলে সিনিয়র মার্কিন কূটনীতিক টিম রেন্ডারকিংকে পাঠাচ্ছেন তিনি। এছাড়া তিনি রেন্ডারকিংয়ের সঙ্গে কাজ করার জন্য এক সময়ে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর নেতৃত্বে থাকা নৌবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল অ্যান্থনি জিনিকেও অনুরোধ করেছেন।

পূর্বাশানিউজ/0৩ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি