শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চান্দিনায় পুলিশের হাতকড়াসহ আসামীর পলায়ন, অতঃপর গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৮.২০১৭

মো.শরিফুল ইসলাম, চান্দিনা:

চান্দিনায় মাদকের আসামী আটকের একদিন পর তাকে নিয়ে অভিযান চালানোর সময় পুলিশের হাতকড়াসহ পালিয়ে যায় রাসেল মুন্সি (২৬) নামে এক আসামী। পরে অবশ্য কিছুক্ষণ পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৩ আগষ্ট) সকালে উপজেলা সদরের মহারং মুন্সিবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে। আসামি রাসেল মুন্সি ওই বাড়ির মনির মুন্সির ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের বাগান বাড়ি এলাকায় অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামী এবং চাঁদার দাবীতে উপজেলা সদরের ওয়াইফাই লাইন কেটে দেওয়ার অভিযোগে রাসেল মুন্সিকে আটক করেন চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) বেলাল হোসেন। ওই রাতে জিজ্ঞাসাবাদে রাসেল মাদকের আস্তানার সন্ধান দিলে বৃহস্পতিবার সকালে এসআই বেলাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উদ্ধার অভিযানে যায়। এসময় রাসেল হাতকড়াসহ একতলা বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ কিছুক্ষণের মধ্যে তাকে পুনরায় গ্রেফতার করে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা পুনরায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আগস্ট ৩, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি