সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চেহারা শনাক্তে ক্যামেরা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বার্লিনের রেলস্টেশনে বসানো হচ্ছে বিশেষ ক্যামেরা। এটা মানুষের চেহারা শনাক্ত করতে পারবে। এ মাসেই এটি চালু হবে। কিন্তু এ নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। পরীক্ষা সফল হলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে দাবি করেছেন অনেকে।

বিশেষ এ নজরদারি ক্যামেরা কীভাবে কাজ করে, তা জানতে প্রাথমিকভাবে বেছে নেয়া হয়েছে বার্লিনের স্যুডক্রয়েৎস রেলস্টেশনকে। জার্মান রেল সংস্থা ডয়েচে বানের সঙ্গে যৌথভাবে এ পরীক্ষা চালাবে জার্মান ফেডারেল পুলিশ, ফেডারেল ক্রিমিনাল পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রায় ২৫০ স্বেচ্ছাসেবক এ কাজের জন্য নাম লিখিয়েছেন।

পূর্বাশানিউজ/0৩ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি