সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আফগানিস্তানে জঙ্গি হামলায় নারী ও শিশুসহ নিহত ৫০


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সারিপুর প্রদেশের সীথ জেলায় জঙ্গি হামলায় বেসামরিক নারী ও শিশুসহ অন্তত ৫০ জন নিহত হয়েছেন। হামলার জন্য দেশটির সরকার তালেবান এবং আইএস গোষ্ঠী উভয়কেই দায়ী করছেন। জতিসংঘের তথ্য মতে, চলতি বছরে এ ধরনের হামলায় এখন পর্যন্ত ১৬ শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, এ হামলার প্রধান লক্ষ্য ছিলো স্থানীয় পুলিশের একটি নিরপত্তা চৌকি। সেখানে হামলার পর জঙ্গি গোষ্ঠীর সদস্যরা পাশের গ্রামে ঢুকে পরে নির্বিচারে সিয়া মুসলিম গ্রামবাসীদের উপর গুলি চালাতে থাকে।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ওই গ্রামে বেসামরিক নাগরিকদের অত্যন্ত নিষ্ঠুর ও অমানবিকভাবে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, ওই হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর ৭ সদস্য ও কয়েকজন বিদ্রোহীকে হত্যা করা হয়েছে।

ধারনা করা হচ্ছে, তালেবান এবং আইএস জঙ্গি গোষ্ঠী একসাথে ওই হামলাটি চালিয়েছে, যেখানে বিদেশীও থাকতে পারে। আর তারা সকলেই সুন্নী মুসলিম জঙ্গি গোষ্ঠীর বলে দাবি করছে আফগান সরকার।

যদিও বেসামরিক মানুষ হত্যার বিষয়টি নাকচ করে দিয়ে তালেবান গোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা কেবল সরকার সমর্থিত মিলিশিয়া দলের ২৮ জন সদস্যকে হত্যা করেছে।

জঙ্গিদের এমন হামলা মানবতাবিরোধী আখ্যায়িত করে নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ খানি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে মার্কিন বাহিনীর সহায়তা বাড়ানোর জন্য আরও সেনা ও পুলিশ সদস্য বৃদ্ধির বিষয়টি বিবেচনা করবেন।

পূর্বাশানিউজ/0৭ আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি