রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ওয়াকিটকি হাতে ভয়ংকর অপরাধীদের তাফালিং


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

শুধুমাত্র বিটিআরসির অনুমোদন সাপেক্ষে ওয়াকিটকি আমদানির বাধ্যবাধকতা থাকলেও এর উপর নিয়ন্ত্রণ না থাকায় অনেকে তা খেলনা ঘোষণা দিয়ে দেশে নিয়ে আসছে র‌্যাব-পুলিশ কালো সেট ব্যবহার করবে। সরকারি অন্যান্য সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠান রেডিও ফ্রিকোয়েন্সিভিত্তিক এই ডিভাইস ব্যবহার করতে পারবে। তবে টেলিকম রেগুলেটরের অনুমোদন নিয়ে অন্য রংয়ের ওয়াকিটকি বেছে নিতে হবে সংঘবদ্ধ চক্র মিথ্যা চালানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত ওয়াকিটকির চেয়েও কয়েকগুণ অধিক ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক সেট আমদানি করে অপরাধীদের হাতে তুলে দিচ্ছে। বেশকিছু প্রতিষ্ঠান এ ধরনের বেতারযন্ত্র দেদার ভাড়া দিচ্ছে। বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তাদের কাছ থেকে তা ঘণ্টা ও দিনভিত্তিতে ভাড়া নিচ্ছে। নির্ধারিত সময় শেষে তারা তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ফিরিয়ে দিয়ে যাচ্ছে।

বেতার যন্ত্র ওয়াকিটকি হাতে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ভয়ংকর অপরাধীরা একের পর এক চাঞ্চল্যকর অপরাধ ঘটিয়ে যাওয়ায় এর অপব্যবহার রোধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নানা উদ্যোগ নিলেও দীর্ঘদিনে এর লাগাম টেনে ধরতে পারেনি। এ অবস্থায় ওয়াকিটকির অপব্যবহারে নিত্যনতুন অপকৌশল যুক্ত হচ্ছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে এ সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এদিকে শুধুমাত্র বিটিআরসির অনুমোদন সাপেক্ষে ওয়াকিটকি আমদানির বাধ্যবাধকতা থাকলেও এর উপর নিয়ন্ত্রণ না থাকায় অনেকে তা খেলনা ঘোষণা দিয়ে দেশে নিয়ে আসছে। যার ফলে সরকার মোটা অংকের রাজস্ব হারাচ্ছে। পাশাপাশি স্পর্শকাতর এ বেতারযন্ত্র সহজলভ্য হয়ে পড়ায় অপ্রয়োজনীয় কাজে এর ব্যবহার বেড়েছে।
অন্যদিকে সংঘবদ্ধ চক্র মিথ্যা চালানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত ওয়াকিটকির চেয়েও কয়েকগুণ অধিক ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক সেট আমদানি করে অপরাধীদের হাতে তুলে দিচ্ছে। যা ব্যবহার করে তারা র‌্যাব-পুলিশের ফ্রিকোয়েন্সিতে অপরাধ দমন ও বিশেষ অভিযান সংক্রান্ত কী কথা হচ্ছে তা সহজেই শুনে ফেলছে।
অথচ বিটিআরসি নির্দেশনায় সুস্পষ্টভাবে বলা আছে, কোনো ব্যক্তি বা কোম্পানিকে রেডিও ফ্রিকোয়েন্সি সরঞ্জাম আমদানির জন্য প্রথমে টেলিকম রেগুলেটরের কাছে আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় শর্ত পূরণ করে এনওসি নিতে হবে। পরবর্তীতে বিটিআরসি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অস্থায়ী ভিত্তিতে তরঙ্গ বরাদ্দ করবে।

বেতার যন্ত্রপাতিসমূহ শুধুমাত্র কমিশন কর্তৃক বরাদ্দকৃত/অনুমোদিত তরঙ্গে ব্যবহার করতে পারবে। বেতার তরঙ্গ ও বেতার যন্ত্রপাতি বা এর ব্যবহারের অধিকার কোনোভাবেই হস্তান্তর করা যাবে না। বেতার যন্ত্র স্থাপন, চালুকরণের পর এর কারিগরি তথ্য ও সঠিক অবস্থান বিস্তারিতভাবে বিটিআরসি দপ্তরে দাখিল করতে হবে। প্রেরণ/গ্রহণ যন্ত্রের কোনো বৈশিষ্ট্য পূর্বানুমতি ছাড়া পরিবর্তন করতে পারবে না। এছাড়াও এন্টেনার আকার, উচ্চতা, বৈশিষ্ট্য ইত্যাদিও পূর্বানুমতি ছাড়া পরিবর্তন করা যাবে না। এসব শর্তের কোনোটি লঙ্ঘিত হলে কিংবা জাতীয় নিরাপত্তা বা জাতীয় স্বার্থসংশ্লিষ্ট কোনো কারণ উদ্ভুত হলে বিটিআরসি বরাদ্দকৃত তরঙ্গ বাতিল করতে পারবে। বিটিআরসির অনুমতি ছাড়া এ ধরনের পণ্য গোপনে আমদানি করা হলে আমদানিকারীর বিরুদ্ধে কঠোর শাস্তিরও বিধান রয়েছে।
এদিকে ওয়াকিটকির অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে ২০১৬ সালের এপ্রিলে শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কালো রঙের ওয়াকিটকি ব্যবহারের সুযোগ দিয়ে অন্য সবাইকে ভিন্ন রঙের ওয়াকিটকি ব্যবহারের সিদ্ধান্ত নেয় বিটিআরসি। এমনকি গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহকারী সরকারি প্রতিষ্ঠানগুলোকেও এ নির্দেশনার আওতায় আনা হয়। পরে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা বিটিআরসির অনুমতিপত্রে (১২ নম্বর পয়েন্টে) সুস্পষ্টভাবে উল্লেখও করা হয়। নিয়ন্ত্রক সংস্থার এ সিদ্ধান্ত অনুযায়ী ওয়াকিটকি আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে নতুন ওয়াকিটকি আমদানির ক্ষেত্রে কালো ছাড়া অন্য যে কোনো রঙের ওয়াকিটকি আমদানি করার ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে।

এ প্রসঙ্গে বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের একজন কর্মকর্তা জানান, একসঙ্গে অধিকসংখ্যক ব্যক্তির সঙ্গে সহজে যোগাযোগের সুযোগ থাকায় এবং বিল বাবদ খরচ কম হওয়ায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ওয়াকিটকি ব্যবহারের দিকে ঝুঁকেছে। এ অবস্থায় টেলিকম রেগুলেটরের অনুমোদন সাপেক্ষে তা ব্যবহারের সুযোগ দেয়া হয়েছে। তবে অপরাধীরা যাতে এই বেতার যন্ত্র হাতে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে কোনো অপকর্ম করতে না পারে এ জন্য কালো রংয়ের ওয়াকিটকি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর জন্য সংরক্ষিত করার সিদ্ধান্ত নেয়া হয়। যাতে সাধারণ মানুষ সহজেই তাদের চিনতে পারে।

তিনি জানান, সরকারি অন্যান্য সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠান রেডিও ফ্রিকোয়েন্সিভিত্তিক এই ডিভাইস ব্যবহার করতে পারবে। তবে টেলিকম রেগুলেটরের অনুমোদন নিয়ে অন্য রংয়ের ওয়াকিটকি বেছে নিতে হবে। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে কালো রংয়ের ওয়াকিটকির ব্যবহার সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কালো রংয়ের ওয়াকিটকির জন্য টেলিকম রেগুলেটর নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি ) দেবে না।
অথচ আমদানিকারক কিংবা ব্যবহারকারী কেউই বিআরসির এ নির্দেশনার তোয়াক্কা করছে না। বিশেষ করে সরকারি সেবা সংস্থাগুলো এ ব্যাপারে গা ছাড়া ভাব দেখাচ্ছে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ব্যাপারে অনেকটা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। যদিও অপরাধ সংগঠনের সময় কারো হাতে অবৈধ ওয়াকিটকি পাওয়া গেলে তারা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে।

সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, তিতাস গ্যাস, ওয়াসা, ডেসার মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে ঊর্ধ্বতন সবাই কালো ওয়াকিটকি সেট ব্যবহার করছে। এছাড়াও দূরপাল্লার পরিবহন, বেসরকারি নিরাপত্তা সংস্থা, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি- সবার হাতেই আগের কালো সেটই শোভা পাচ্ছে।

এদিকে বিভিন্ন অখ্যাত প্রতিষ্ঠানে এ ধরনের ওয়াকিটকি নির্বিঘ্নে বিক্রি হচ্ছে। মাত্র ৫ থেকে ১০ হাজার টাকায় মটোরোলা কিংবা ভারটেক্সের মতো নামি কোম্পানির সেট পাওয়া যাচ্ছে। ওয়াকিটকি বিক্রির সময় ক্রেতার অনুকূলে বিটিআরসির তরঙ্গ বরাদ্দ আছে কিনা তা যাচাই করা হচ্ছে না।
এর চেয়েও বিস্ময়কর বিষয় হলো- বেশকিছু প্রতিষ্ঠান এ ধরনের বেতারযন্ত্র দেদার ভাড়া দিচ্ছে। বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তাদের কাছ থেকে তা ঘণ্টা ও দিনভিত্তিতে ভাড়া নিচ্ছে। নির্ধারিত সময় শেষে তারা তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ফিরিয়ে দিয়ে যাচ্ছে। স্পর্শকাতর এ যন্ত্র কোথায় কিভাবে কে ব্যবহার করলো যা তা তাদের অজানাই থাকছে।

অথচ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সন্ত্রাসীরা ওয়াকিটকি হাতে নিয়ে গুম-অপহরণ, ডাকাতি ও ছিনতাইসহ নানা দুর্ধর্ষ অপরাধ ঘটিয়ে চলেছে। এ বেতার যন্ত্র দেখিয়ে চাঞ্চল্যকর প্রতারণার ঘটনাও ঘটছে। প্রায় প্রতিদিনই র‌্যাব ও পুলিশ এ ধরনের অপরাধীদের গ্রেপ্তার করছে।
এছাড়াও র‌্যাব ও পুলিশ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ওয়াকিটকি জব্দ করছে। যা বিটিআরসির অনুমোদন ছাড়াই আমদানি করা হয়েছে। এমনকি ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে বিদেশ থেকে আনা শক্তিশালী ওয়াকিটকির চালান আটকেরও ঘটনা রয়েছে।

এ প্রসঙ্গে নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেন, মোবাইল ট্র্যাকিং ডিভাইস এবং ওয়াকিটকির মতো স্পর্শকাতর প্রযুক্তি বেসরকারি পর্যায়ে আমদানি খুবই ঝুঁকিপূর্ণ। এ প্রযুক্তি সন্ত্রাসী-অপরাধীরা ব্যবহার করলে তা হবে দেশ ও জনগণের জন্য বড় হুমকি ও উদ্বেগের। কেননা ওয়াকিটকির মাধ্যমে পুলিশ কর্মকর্তারা নানা ধরনের নির্দেশনা দিয়ে থাকেন। সন্ত্রাসীরা যদি এ ধরনের তথ্য পেয়ে যায় তবে সত্যিই এটি হুমকি। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন নিরাপত্তা এ বিশ্লেষকরা।
অথচ খোদ রাজধানীতেই ওয়াকিটকি যেভাবে অবাধে বিক্রি হচ্ছে, তাতে সাধারণ মানুষের বিস্ময়ের সীমা ছাড়িয়ে গেছে। নিরাপত্তা সামগ্রী বিক্রির দোকানের পাশাপাশি অনলাইনেও তা দেদার বিক্রি হচ্ছে।

সম্প্রতি রাজধানীর দুটি স্থানে অভিযান চালিয়ে র?্যাবের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এক হাজার ৬৪৬টি অবৈধ ওয়াকিটকি জব্দ করেছে। র‌্যাব জানায়, অভিযান পরিচালনার সময় তারা প্রথমে বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের ‘ডিজিটাল সিকিউরিটি ওয়ার্ল্ড’ থেকে ৭৮টি এবং ‘সিকিউরিটি ক্যামেরা ওয়ার্ল্ড’ থেকে ৪৮টি ওয়াকিটকি সেট জব্দ করে।
এ ছাড়া বিএস ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানে বিপুলসংখ্যক বিভিন্ন মডেলের ওয়াকিটকি সেট পাওয়া যায়। এ সময় ওইসব সেট আমদানির অনুমতিপত্র চাওয়া হলে বিএস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. হারুন অর রশিদ জানান, বিভিন্ন যন্ত্রাংশ চীন থেকে অসত্য ঘোষণা দিয়ে আমদানি করে ফকিরাপুলের কালভার্ট রোডের কসমিক টাওয়ারের দ্বিতীয় তলায় এ সমস্ত সেট সংযোজন করে বিভিন্ন দোকানে বিক্রি করা হয়। এ সময় আদালত কসমিক টাওয়ারে অভিযান চালিয়ে এক হাজার ৫২০টি ওয়াকিটকি সেট জব্দ করে।
এর আগে বিভিন্ন সময় অভিযান চালিয়ে কাস্টম হাউসের প্রিভেনটিভ দল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন এক হাজার ওয়াকিটকি জব্দ করেছে। যা র‌্যাব-পুলিশের ব্যবহৃত সেটের চেয়েও অধিক রেঞ্জের। পরে খোঁজ নিয়ে জানা যায়, যে ঠিকানা ব্যবহার করে ওই সেটগুলো শাহজালালে আসে সেই নাম ঠিকানাও ভুয়া। ঢাকা কাস্টম হাউজ সূত্র জানায়, এ সেটগুলো জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীন থেকে কুরিয়ারের মাধ্যমে আমদানি করা হয়েছে।

পূর্বাশানিউজ/১০ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি