রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভিডিও ম্যানিপুলেশন সুবিধা দেবে ফেসবুক


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ফেসবুক সম্প্রতি একটি ভিডিও ম্যানিপুলেশন ভিত্তিক স্টার্ট-আপ কিনে নিয়েছে। জার্মান ভিত্তিক ওই স্টার্ট-আপ এর নাম ফেটেক। ডয়েচ স্টার্টাপস এর এক প্রতিবেদনে বলা হয়, ওই সফ্টওয়্যার এর সাহায্যে যেকোন ভিডিওতে অবজেক্ট বা জীবন্ত কিছু যুক্ত করা এবং বিভিন্ন ধরনের ইফেক্ট যোগ করা যেতে পারে।

ফেটেক এর বিনিয়োগকারী ও অংশীদার, সিফ্রাইড ভেটার বলেন, তাদের অ্যাপটি অফলাইনে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর রিয়েল টাইম ভিডিও ম্যানিপুলেশন বা বাস্তবতা এবং কল্পনার মধ্যে একটা যোগসুত্র স্থাপন করবে।

ম্যাশেবল’কে দেয়া এক ইমেইলে স্টার্ট-আপ অধিগ্রহণের ব্যাপারে নিশ্চিত করলেও ফেসবুক মুখপাত্র বিস্তারিত বিবরণ দিতে অস্বীকার করেন।

এপ্রিলে অনুষ্ঠিত ফেসবুকের বার্ষিক উন্নয়ন সম্মেলন ‘এফ-৮’-এ সিইও মার্ক জুকারবার্গ, ভিডিও ও এর বিমূর্তকরনে ফেসবুকের লক্ষ্য সম্পর্কে বলেছিলেন। ওই সম্মেলনের ট্যাগলাইন ছিল ‘আমরা ক্যামেরাকে প্রথম বর্ধিত বাস্তবতার প্ল্যাটফর্ম হিসেবে দেখছি।’

ফেসবুক সম্প্রতি টেলিভিশন মাধ্যমেও তাদের পদচিহ্ন রাখতে উদ্যত। এখন তারা প্রতিদ্ব›িদ্বতা করছে নেটফ্লিক্স ও হুলু এর মত শীর্ষ অনলাইন টেলিভিশন সুবিধা প্রদানকারীদের সাথে। চলতি মাসের শেষদিকে মিডিয়া পাবলিশার কোম্পানিগুলোর বাস্তব ও স্ক্রিপ্ট নির্ভর কিছু শো পরিবেশন করার কথা রয়েছে ফেসবুকের ওই প্ল্যাটফর্মে।

পূর্বাশানিউজ/১২ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি