শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দুর্নীতির মামলায় খোকাসহ ৭ জনের বিচার শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাবেক মেয়র  সাদেক হোসেন খোকাসহ সাতজনের বিরুদ্ধে ঢাকা ট্রেড সেন্টারে দোকান বরাদ্দ নিয়ে দুর্নীতির মামলায় অভিযোগ গঠন করে বিচার কার্য শুরু করেছেন আদালত।

অাজ রোববার (১৩ আগস্ট) ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামানের আদালত খোকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর এ আদেশ দেন।

ঢাকা ট্রেড সেন্টারে দোকান বরাদ্দ নিয়ে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় খোকা ছাড়াও মামলার অভিযুক্তরা হলেন- ঢাকা সিটি কর্পোরেশনের সার্ভেয়ার মোতালেব হোসেন, ফারুক হোসেন, বাচ্চু মিয়া, কানুনগো মো. আলী, সম্পত্তি কর্মকর্তা শাহাবুদ্দিন সাবু ও মোহসীন উদ্দিন মোড়ল।

মামলার নথি থেকে জানা গেছে, ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকা সিটি কর্পোরেশনের মালিকানাধীন ঢাকা ট্রেড সেন্টারের বেজমেন্টে আসামিরা পরস্পরের যোগসাজশে নিয়মের বাইরে বেশকিছু দোকান বরাদ্দ দেন। পরে এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মাহবুবুল আলম ২০১৪ সালের ২৪ আগস্ট মামলা দায়ের করেন।

২০১৫ সালের ২২ সেপ্টেম্বর খোকাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন দুদকের সহকারী পরিচালক শেখ আব্দুল সালাম। খোকার বিরুদ্ধে অপর একটি দুর্নীতি মামলায় ৩ বছরের সাজা হয়েছে ২০১৫ সালে। তিনি এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

পূর্বাশানিউজ/১৩ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি