শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কোটালীপাড়ায় হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায়ে ১০ জনের ফাসি ও বিস্ফোরক মামলায় ৯ জনের ২০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন দ্রুতবিচার ট্রাইব্যুনাল।

২০ আগস্ট রোববার ঢাকার ২নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম এ রায় ঘোষণা করেন।

১৭ বছর আগে গোপালগঞ্জের কোটালিপাড়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) ১০ সদস্যের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

এরআগে গত ১০ আগস্ট রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন ঢাকার ২নং দ্রুত বিচার ট্রাইব্যুনাল। মামলায় ৮৩ জন সাক্ষীর মধ্যে ৬৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

পূর্বাশানিউজ/২০ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি