সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইসির সংলাপে আমন্ত্রণ ৭১ জন সাংবাদিককে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৭১ জন জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। দুই ধাপে এই সংলাপ অনুষ্ঠিত হবে। আগামী ১৬ আগস্ট জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক, সাংবাদিক নেতা ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপ হবে। আর ১৭ আগস্ট টিভি চ্যানেল, রেডিও ও অনলাইনের জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক নেতাদের সঙ্গে সংলাপের সময় নির্ধারণ করা হয়েছে।

আমন্ত্রণের ক্ষেত্রে দলনিরপেক্ষতাকে বিবেচনায় নেওয়া হয়নি। এ সংলাপে কোনো কোনো সংবাদপত্রের একাধিক সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে নির্ধারিত দিন সকাল ১০টা থেকে আগারগাঁও নির্বাচন ভবনে এ সংলাপ হবে।

প্রথম ধাপে ৩৭ জনকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতরা হলেন—নিউএইজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর, ফিন্যানশিয়াল এক্সপ্রেস সম্পাদক মোয়াজ্জেম হোসেন, নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিষ সৈকত, জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, আমাদের সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলাম সারওয়ার, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সংবাদের নির্বাহী সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, দিনকালের সম্পাদক ড. রিজওয়ান সিদ্দিকী, মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আনিস আলমগীর, সকালের খবরের ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায়, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, বিএফইউজের আরেক অংশের মহাসচিব মোহাম্মদ আবদুল্লাহ, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, মাহফুজউল্লাহ, আফসান চৌধুরী, পীর হাবিবুর রহমান, কাজী সিরাজ, প্রথম আলোর উপ-সম্পাদক আনিসুল হক, আমানুল্লাহ কবীর, সাপ্তাহিক সম্পাদক গোলাম মর্তুজা, কলাম লেখক বিভুরঞ্জন সরকার, মাহবুব কামাল, সৈয়দ বদরুল আহসান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান এবং প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার।

দ্বিতীয় ধাপে ৩৪ জন সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন—বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, বাংলা নিউজের এডিটর ইন চিফ আলমগীর হোসেন, এনটিভির প্রধান বার্তা সম্পাদক খায়রুল আনোয়ার মুকুল, এটিএন বাংলার হেড অব নিউজ জ ই মামুন, এটিএন নিউজের হেড অব নিউজ মুন্নী সাহা, চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান, একুশে টিভির হেড অব নিউজ রাশেদ চৌধুরী, বাংলা ভিশনের হেড অব নিউজ মোস্তফা ফিরোজ, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের, ইন্ডিপেনডেন্ট টিভির নির্বাহী সম্পাদক খালেদ মহিউদ্দীন, মাছরাঙা টিভির প্রধান বার্তা সম্পাদক রেজোয়ানুল হক রাজা, গাজী টিভির হেড অব নিউজ মেজবাহ আহমেদ, একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, চ্যানেল ২৪-এর এডিটর ইনপুট তালাত মামুন, দেশ টিভির হেড অব নিউজ সুকান্ত গুপ্ত অলোক, যমুনা টিভির প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদ, চ্যানেল নাইনের হেড অব নিউজ আমিনুর রশীদ, ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি আমির খসরু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুরসালীন নোমানী, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন উর রশিদ এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক মো. নাসির উদ্দিন আহমেদ।
এ ছাড়া দ্বিতীয় ধাপে আরো ১০ জন সাংবাদিক আমন্ত্রিত, কিন্তু তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সংলাপে ইসির নির্ধারিত ১০ এজেন্ডা : ইসি সচিবালয় সূত্র জানিয়েছে, ১০টি বিষয়ের ওপর আমন্ত্রিত ৭১ সাংবাদিক প্রতিনিধিদের কাছ থেকে মতামত চাইবে ইসি। এর মধ্যে রয়েছে—১. রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালা সংশোধন; ২. গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২, বিদ্যমান ইংরেজি আইনটি বাংলায় রূপান্তর ও এর প্রয়োজনীয় ধারা সংশোধন; ৩. নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ অধ্যাদেশ-১৯৭৬, বিদ্যমান ইংরেজি আইনটি বাংলায় রূপান্তর ও এর প্রয়োজনীয় সংশোধন; ৪. প্রবাসী বাংলাদেশি ভোটারদের ভোট দেওয়ার প্রক্রিয়ায় সংযুক্ত ও সহজীকরণ; ৫. মার্কা ছাড়া ব্যালট পেপার প্রবর্তন (আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নয়); ৬. নির্বাচনী দায়িত্বে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা নিয়োগ দেওয়ার প্রক্রিয়া; ৭. প্রার্থীদের মনোনীত পোলিং এজেন্টদের প্রশিক্ষণের জন্য নির্বাচন কমিশনের সহায়তা; ৮. ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা; ৯. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব ও ভূমিকা; ১০. নির্বাচন কমিশনের দায়িত্ব ও ভূমিকা। এ ছাড়া সংলাপে অংশগ্রহণকারীরা ব্যক্তিগতভাবেও নির্বাচনকেন্দ্রিক যেকোনো বিষয়ে মতামত মৌখিক ও লিখিতভাবে কমিশনের কাছে তুলে ধরতে পারবেন।

এ বিষয়ে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ বলেন, সংলাপে যাঁরা অংশ নেবেন তাঁদের সুপারিশগুলো আমরা সংগ্রহ করব। সুপারিশগুলোর মধ্যে যেগুলো সবার জন্য গ্রহণযোগ্য তা আমলে নেওয়া হবে। তারপর নির্বাচনী আইন সংশোধনের পদক্ষেপ নেওয়া হবে।

১৪ আগস্ট, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি