শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশের আরও কিছু নিজস্ব সম্পদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জামদানির পর ইলিশও এখন বাংলাদেশের নিজস্ব সম্পদ। কিন্তু সবার দৃষ্টির আড়ালে এমন আরও কিছু জিনিস আছে যার দাবিদার শুধুই বাংলাদেশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত, এসব জিনিসের জিওগ্রাফিকাল ইনডিকেশন বা ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতির জন্য জোর তদবির চালানো। তেমন কিছু নমুনার কথা জানাচ্ছেন শরীফ মজুমদার ও এম আতিকুল ইসলাম

চিকুনগুনিয়া

বিশ্বের অনেক দেশে চিকুনগুনিয়া থাকলেও বাংলাদেশের মতো এমন ঠাঁটবাট নিয়ে আর কোথাও থাকার নজির নেই। কয়েক মাস ধরে আক্ষরিক অর্থেই চিকুনগুনিয়া জ্বরে কাঁপছে বাংলাদেশ। কাজেই বিলম্ব না করে দুই মেয়র মিলে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের মাধ্যমে ভৌগোলিক নির্দেশক জ্বর হিসেবে চিকুনগুনিয়ার পেটেন্ট আবেদন করতে পারেন।

যানজট

কম-বেশি যানজট আছে পৃথিবীর সব দেশেই। কিন্তু হলফ করেই বলা যায়, বাংলাদেশের মতো এমন ‘টেরিফিক জ্যাম’ আর কোথাও নেই। এখানে যানজট মানেই কয়েক ঘণ্টার ‘জান’জট! ‘স্লো অ্যান্ড স্টেডি উইনস দ্য রেস’ নীতি মেনেই এই কচ্ছপগতির যান চলাচলব্যবস্থা। কারণ, আগে গেলে যে বাঘে খায় এই জ্ঞান কর্তৃপক্ষের আছে। এমন ধীরস্থির সড়কব্যবস্থার স্বত্ব একমাত্র বাংলাদেশেরই হওয়া উচিত।

বেহাল সড়ক

কোথাও উঁচু কোথাও নিচু—এই বাক্যের এককথায় প্রকাশক শব্দ ‘বন্ধুর’ না হয়ে অতি অবশ্যই হতে পারে ‘বাংলাদেশের সড়ক’। খানাখন্দে ভর্তি পিচঢালা এসব সড়কে চলাচল মানেই এক রগরগে, রোমহর্ষক অ্যাডভেঞ্চার! তামাম দুনিয়ার আর কোথাও এ ধরনের সড়কব্যবস্থা চোখে পড়বে না। অতএব, বেহাল সড়কের মেধাস্বত্ব বাংলাদেশ পেতেই পারে।

বাঁশ

আমাদের মধ্যে দুটি দল। এক দল বাঁশ দেয়, আরেক দল বাঁশ খায়। মোটকথা বাঁশ ছাড়া আমরা অচল। স্থান, কাল, পাত্রভেদে আমরা অতি সহজেই বাঁশের জাত এবং ব্যবহারের পরিমাপ নির্বাচন করতে পারি। বাঁশ আমাদের জাতীয় চরিত্রের প্রতীক। তাই বাঁশের সম্মান রক্ষার স্বার্থে একে আমাদের একান্ত নিজস্ব সম্পদ বলে দাবি করার সময় এসেছে।

তেল

মধ্যপ্রাচ্য নয়, আমরাই তেলের সবচেয়ে বড় উৎপাদনকারী দেশ। প্রতিদিন আমাদের অফিস-আদালতে যে পরিমাণ তেল ব্যবহৃত হয় তা বিশ্বে বিরল। এক গবেষণায় দেখা গেছে, অধিক পরিমাণে তেল ব্যবহারের কারণে অনেকের হাতের রেখা চিরতরে মুছে গেছে পর্যন্ত! তাই তেলের পেটেন্ট হওয়া উচিত বাংলাদেশের নামে। (আপনার মতো পাঠক হয় না! এই লেখাটি যে রবীন্দ্র-পরবর্তী সাহিত্যের উজ্জ্বল নিদর্শন, তা আপনার মতো খাঁটি রসসাহিত্যমোদী ছাড়া কে বুঝবে!)

১৪ আগস্ট ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি