রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইমো অ্যাকাউন্ট চুরি, তথ্য ফাঁস করে ব্ল্যাক মেইল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৮.২০১৭

ডেস্ক রিপোর্ট :

তাদের টার্গেট উঠতি বয়সের তরুণী, প্রবাসী এবং তাদের আত্মীয়। এসব ব্যক্তির ব্যক্তিগত তথ্য, ছবি ও ইমো একাউন্ট কৌশলে হাতিয়ে নেয়া। পরবর্তীতে ওই ইমো অ্যাকাউন্ট থেকে আরো অনেকের অ্যাকাউন্ট হ্যাক করতো। এরপর ওইসব ইমো অ্যাকাউন্টে গোপন তথ্যাদি ও অশ্লীল ছবি ছড়িয়ে দিতো। এভাবে প্রতারণার এক ভয়ঙ্কর ফাঁদ পেতেছিল তারা। মোবাইল ফোন সার্ভিসিংয়ে আড়ালে এই প্রতারণা চলত তাদের। যে কেউ তার ব্যক্তিগত মোবাইল সার্ভিস করতে দিলেই ফাঁদে ফেলতো। কৌশলে মোবাইলের বিভিন্ন অ্যাপস থেকে ব্যক্তিগত ছবিসহ অন্যান্য তথ্য হাতিয়ে নিতো। ওইসব অ্যাকাউন্টের কার্যক্রম ফলো করতো।

ডাউনলোড করতো একান্ত ব্যক্তিগত ছবি, গোপনীয় আলাপচারিতা। এক পর্যায়ে সেগুলো দিয়েই ব্ল্যাকমেইল করতো। ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে দাবি করতো মোটা অঙ্কের টাকা। প্রবাসী আত্মীয়দের কাছ থেকেও কৌশলে বিকাশ নম্বরের মাধ্যমে হাতিয়ে নিতো টাকা। এছাড়া পর্নোভিডিও তৈরি করতো তারা। রোববার সন্ধ্যায় ভয়ঙ্কর এই প্রতারকচক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-৩ এর একটি দল। আটককৃতরা হলো- গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার সোর্দি গ্রামের শেখ বজলুর রহমানের ছেলে মো. আলামিন শেখ ওরফে সবুজ (২৬) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাহাদাত হোসেন ওরফে মধু (২৫)। সবুজকে রাজধানীর শাহবাগ থানার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা এবং মধুকে গোপালগঞ্জ থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রচুর পর্নো ভিডিও, শতাধিক নারীর প্রায় দেড় হাজার ব্যক্তিগত ছবিসহ একটি ল্যাপটপ, একটি কম্পিউটার ও ৯টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। গতকাল বিকালে রাজধানীর কাওরানবাজারে র‌্যাব-এর মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) তুহিন মোহাম্মদ মাসুদ জানান, ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে তারা জানতে পারেন, এক শ্রেণির প্রতারকচক্র মোবাইল ফোন থেকে ব্যক্তিগত তথ্য, ছবি এবং ম্যাসেজিং অ্যাপস ইমো একাউন্ট সুকৌশলে হাতিয়ে নেয়। ওইসব ইমো একাউন্ট থেকেও তারা তথ্য চুরি করে। পরবর্তীতে সেই তথ্য ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে মোটা অংকের টাকা দাবি করে। এই র‌্যাব কর্মকর্তা জানান, তারা মোবাইল সার্ভিসিং ব্যবসার আড়ালে এসব প্রতারণা চালিয়ে যাচ্ছিল। তিনি বলেন, কেউ মোবাইল ফোন সার্ভিসিং করতে দিলে তারা খুব দু্রত সেই মোবাইল থেকে ছবি ও অন্যান্য তথ্যাদি তাদের কম্পিউটারে ট্রান্সফার করে নেয়। সেই সঙ্গে মোবাইলে থাকা ম্যাসেজিং অ্যাপস ইমোর আরেকটি মিরর কপি তৈরি করে তাদের মোবাইলে ইনস্টল করে।

পরবর্তীতে প্রতারকরা গোপনে ভিকটিমের সকল কার্যকলাপ, আলাপচারিতা সংগ্রহ করে। পরে এসব তথ্য এবং ছবি দিয়ে তারা হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, আলামিন ২ বছর ধরে এবং তার গুরু শাহাদাত হোসেন ১০ বছর ধরে এই কাজ করে আসছে। শাহাদাত হোসেনের মকসুদপুর থানার দিগনগর বাজারে মধু কম্পিউটার্স নামে একটি মোবাইল সার্ভিসিং দোকান রয়েছে। বিভিন্ন সময় তার দোকানে মোবাইল সার্ভিস করতে দেয়া ব্যক্তিদের মোবাইল থেকে তাদের ব্যক্তিগত তথ্যাদি, ছবি, ও ইমো একাউন্ট হাতিয়ে নিতো। পরে সেগুলো ঢাকায় তার বন্ধু সবুজকে পাঠাতো। সবুজ কৌশলে ওই ইমো একাউন্টে গোপনে তথ্যাদি ও অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করতো।

র‌্যাব কর্মকর্তা জানান, সার্ভিসিং করতে দেয়া মোবাইলে ইমো একাউন্ট থাকলে ওই নম্বর দিয়ে প্রতারকচক্রের নিজস্ব মোবাইলে নতুন একাউন্টের রিকুয়েস্ট পাঠাতো। এর বিপরীকে ভেরিফিকেশন কোড এলে সঙ্গে সঙ্গে সেটা সেট করে মুছে দিতো। পরে একই রকম একটি ইমো একাউন্ট তৈরি হয়ে যেতো। এর ফলে একই সময়ে একই ইমো একাউন্ট দু’টি মোবাইলে চলত। ভিকটিম অফ লাইনে থাকলে তার নিকটাত্মীয়, বন্ধু-বান্ধবদের সঙ্গে আলাপ করে। বিশেষ করে জরুরি প্রয়োজনের কথা বলে প্রবাসীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো। প্রবাসীদের প্রকৃত আত্মীয়দের বিকাশ নম্বর পরিবর্তন করে নিজের নম্বর দিতো। র‌্যাব-৩ এর সিও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্বাশানিউজ/১৫ আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি