রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন, এফডিসিতে প্রথম জানাযা


শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন, এফডিসিতে প্রথম জানাযা


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত নায়করাজ রাজ্জাকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। মঙ্গলবার (২২ আগস্ট) বেলা ১২টার দিকে মরদেহ শহীদ মিনারে নেওয়া হবে।

পরিবারের পক্ষ থেকে নেয়া সিদ্ধান্তের বিষয়ে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বিবিসি বাংলাকে জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে ঢাকার বনানী কবরস্থানে রাজ্জাকের মরদেহ দাফন করা হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে মঙ্গলবার সকালে এফডিসিতে রাজ্জাকের একটি জানাযা করার পরিকল্পনা রয়েছে। এফডিসিতে মরদেহ নেয়া হলেও তা সবার জন্য উন্মুক্ত থাকবে না বলেও নিশ্চিত করেছেন মুশফিকুর রহমান গুলজার।

এরপর শহীদ মিনার থেকে মরদেহ তার নিজ বাসার পার্শ্ববর্তী গুলশানের আজাদ মসজিদে নেয়া হবে। সেখানে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। জানাযা শেষে দাফনের জন্য রাজ্জাকের মরদেহ বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হবে।

কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাক সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬ টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন।

পূর্বাশানিউজ/২২আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি