মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রধান বিচারপতির বাকি মেয়াদ কোনো রকমে পার করতে চায় সরকার


প্রধান বিচারপতির বাকি মেয়াদ কোনো রকমে পার করতে চায় সরকার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রধান বিচারপতি এস কে সিনহাকে নিয়ে স্বস্তিতে নেই আওয়ামী লীগ। তিনি পাঁচ মাস পর অবসরে যাবেন। এই সময়ে সরকার ও আওয়ামী লীগ আবারও কোনো বিব্রতকর অবস্থায় পড়তে পারে—আওয়ামী লীগের নীতিনির্ধারকদের মধ্যে এমন একটা সন্দেহ রয়েছে। তাই প্রধান বিচারপতির বাকি মেয়াদ কোনো রকমে পার করতে চায়। সে জন্য একটা সমঝোতার চেষ্টা করছে সরকার।

আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক সূত্র থেকে এই তথ্য জানা গেছে।

দলটি মনে করে, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সৃষ্ট জটিলতা এখন আর আইনি বিষয়ে সীমাবদ্ধ নেই; এর মধ্যে রাজনীতি মুখ্য হয়ে উঠেছে। নির্বাহী বিভাগ ও বিচার বিভাগকে মুখোমুখি অবস্থানে নেওয়ার

একটা চেষ্টা রয়েছে। এই অবস্থায় সরকার ও আওয়ামী লীগ এখন একটা ‘সম্মানজনক’ সমাধানের পথ খুঁজছে। কোনো রকমে সময় পার করে দেওয়াকেই সবচেয়ে ভালো বিকল্প বলে মনে করছেন দলের অধিকাংশ নেতা।

গত বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ দুই নেতা ও মন্ত্রী আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ। এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী প্রধান বিচারপতির সঙ্গে তাঁর অফিসকক্ষে সাক্ষাৎ করেন। এসব বৈঠক আলোচনার মাধ্যমে সমাধানের অংশ বলেই মনে করছেন দলের নীতিনির্ধারকেরা।

এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি এস কে সিনহা, একাধিক মন্ত্রী ও আইনজীবী দফায় দফায় বৈঠক করছেন।

আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁর দল চেয়েছিল স্বপ্রণোদিত হয়ে বিচার বিভাগ ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণে থাকা ‘অনভিপ্রেত’ বিষয়গুলো বাতিল করবে। সেটা হয়নি। এরপর প্রধান বিচারপতিকে ছুটিতে পাঠানো বা চাপ দিয়ে পদত্যাগ করানোর বিষয় নিয়েও আলোচনা হয়। কিন্তু সেটাও বেশ কঠিন ব্যাপার। এই অবস্থায় বাকি সময়টা কোনো রকমে পার করে দেওয়াই ভালো। তাঁর মতে, প্রধান বিচারপতি অবসরে চলে গেলে ষোড়শ সংশোধনীর রায় পুনর্বিবেচনার আবেদন করা যাবে।

ওই নেতা আরও বলেন, আজ ও আগামীকাল সাপ্তাহিক ছুটি। পরদিন রোববার থেকে ২ অক্টোবর পর্যন্ত লম্বা সময় বন্ধ থাকবে উচ্চ আদালত। এর মধ্যে প্রধান বিচারপতি এস কে সিনহা বেড়াতে দেশের বাইরে যাওয়ার কথা। এরপর ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে শুরু হবে শীতকালীন ছুটি। আর প্রধান বিচারপতি অবসরে যাওয়ার কথা আগামী বছরের ৩১ জানুয়ারি।

আওয়ামী লীগের উচ্চপর্যায়ের সূত্র জানায়, তত্ত্বাবধায়ক সরকার বাতিল-সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের সুযোগ এখনো রয়েছে। আর ১৫৪ জন সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার বিরুদ্ধে করা যে রিট আবেদন হাইকোর্ট খারিজ করেছেন, সেটার আপিল করারও সুযোগ রয়েছে। এই অবস্থায় প্রধান বিচারপতির বিষয়ে কঠোর অবস্থানে যেতে চাইছে না সরকার। এ জন্যই রাজনীতির মাঠ গরম রেখে পর্দার অন্তরালে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

ষোড়শ সংশোধনীর রায় নিয়ে জটিলতা শুরু হওয়ার পর প্রথমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান বিচারপতির বাসায় গিয়ে বৈঠক করেন। সেখানে তিনি দলের অবস্থান প্রধান বিচারপতিকে জানিয়ে আসেন। এরপর ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেন। পরে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বৈঠক করেন।

জানতে চাইলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন প্রথম আলোকে বলেন, আসলে আদালতের রায় আইনিভাবেই মোকাবিলা করা হবে। কিন্তু মাঝখানে বিএনপি এর মধ্যে রাজনীতি মিশিয়ে দিয়ে ঘোলাটে করার চেষ্টা করেছে। বিএনপির এই ষড়যন্ত্র সফল হবে না। আওয়ামী লীগ তাদের ফাঁদে পা দেবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি