মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


যানজটের ভোগান্তিতে আটকে আছে ঈদের আনন্দ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঈদের মূল যাত্রা এখনো শুরু হয়নি। অথচ ইতিমধ্যে মহাসড়কগুলোতে যানজটে আটকে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেছেন, সড়কে ৭০ ভাগ খানা খন্দ মেরামত হয়েছে। ঈদের দিনেও তিনি সড়কে থাকবেন ও মানুষের যাতায়াত দেখভাল করবেন এমন আশ্বাসও দিয়েছেন মন্ত্রী। তবে ঈদে মহাসড়কগুলোতে বাড়তি যানবাহনের চাপ এবং খানা খন্দে পড়ে যানবাহন বিকল হওয়ার কারণে এই যানজটের সৃষ্টি হচ্ছে।

শনিবার ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-সিলেট ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রী ও কোরবানির পশুবাহী গাড়ির চাপ বৃদ্ধিসহ নানা কারণে মহাসড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়া ঢাকা-খুলনা পথে পাটুরিয়া-দৌলতদিয়া এবং দক্ষিণের পথে শিমুলিয়া-কাঁঠালবাড়িও যানবহনের দীর্ঘ লাইন দেখা যায়। বন্যায় কোথাও কোথাও রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় বাড়তি চাপ সৃষ্টি হয়েছে সড়ক পথে।

গত শুক্রবার বিকেলের পর উত্তরাঞ্চলের মহাসড়কের বিভিন্ন অংশে ১০ কিলোমিটার জট ঠেলে যানবাহন চলে। টাঙ্গাইল অংশে যানবাহনের ছিল চরম ধীরগতি। ঢাকা-খুলনা পথে পাটুরিয়া ও দৌলতদিয়া এবং দক্ষিণের পথে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে যানবাহনের সারি দীর্ঘ ছিল দেড় থেকে ৫ কিলোমিটার পর্যন্ত। এরওপর শনিবার সড়কে যাত্রীদের সংখ্যা আরো বৃদ্ধি পেয়ে ভোগান্তি বেড়েছে।

গত বৃহস্পতিবারও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ৪২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ওই দিন দুপুরে সেতুমন্ত্রী মেঘনা ও গোমতী সেতুর টোল প্লাজা পরিদর্শনে গিয়ে ঈদযাত্রায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছিলেন। ঈদে যান চলাচল সচল রাখার সব চেষ্টার কথাও জানান। কিন্তু পরেরদিন শুক্রবার সেই অবস্থার কোনো হেরফের হয়নি।

পুলিশ এবং সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রকৌশলীরা দাবি করেছেন, ঈদে যানবাহনের চাপ বৃদ্ধি এবং যানবাহন বিকল হওয়ার কারণে যানজট হচ্ছে। তবে পরিবহন মালিক-শ্রমিক সূত্রগুলো বলছে, এখনকার যানজটের মূল কারণ সড়কের খানাখন্দ। কিছু কিছু স্থানে খানাখন্দ মেরামতের কারণেও যানবাহনের গতি কমে জট হচ্ছে। সেতুর টোল আদায়ে ধীরগতি ও ওজন নিয়ন্ত্রণ কেন্দ্রে হয়রানিও বড় কারণ। ব্যবস্থাপনাতেও ত্রুটি আছে।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঈদ এলে তড়িঘড়ি ভাঙা সড়ক মেরামত একটা অপচয়-লুটপাটের সুযোগ করে দেয়। একই তোড়জোড় ঈদুল ফিতরেও ছিল। কিন্তু তা দুই মাসও টেকেনি।

শুক্রবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গাজীপুরের কালিয়াকৈর মহাসড়ক পরিদর্শনে গিয়ে, ঈদযাত্রা নির্বিঘœ করতে সড়ক বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিল করার কথা জানান। তিনি বলেন, ‘বর্ষাকালে বৃষ্টি তো হবেই। বৃষ্টিকে ভিলেন বানিয়ে, অজুহাত সৃষ্টি করে রাস্তা যানবাহন চলাচলের অনুপযোগী থাকবে, এটা হয় না। বৃষ্টিরও ট্রিটমেন্ট আছে। যখন বৃষ্টি চলে, তখনো রাস্তার ট্রিটমেন্ট থাকতে হবে। যখন যেই রোগ, সেই রোগের চিকিৎসা করতে হবে।’

ঢাকা থেকে উত্তরের পথে সকালে যান চলাচল স্বাভাবিক থাকলেও বিকেলে কালিয়াকৈরে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যার পর তীব্রতা আরও বাড়ে। মহাসড়কের কিছু কিছু স্থানে খানাখন্দে বৃষ্টির পানি জমে থাকতে দেখা যায়। কোথাও কোথাও মেরামতকাজও চলছে।

শনিবার কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকায় রাস্তা সংস্কারের কারণে যানজটের সৃষ্টি হয়। বঙ্গবন্ধু সেতুর ওজন নিয়ন্ত্রণ কেন্দ্রের সামনেও চার-পাঁচ কিলোমিটার দীর্ঘ জট দেখা যায়।

শুক্রবার সকালে দাউদকান্দির গোমতী সেতু থেকে চট্টগ্রামের দিকে আমিরাবাদ পর্যন্ত ১০ কিলোমিটার এবং ঢাকার দিকে ২০ কিলোমিটারে যানজট হয়। তা রাতেও অব্যাহত ছিল। আগের দিন মন্ত্রীর উপস্থিতিতে পুলিশ বলেছিল, যানবাহন বিকল হওয়ার কারণে জট হয়েছে। কিন্তু যানবাহন বিকল না হওয়ার পরও জট কমেনি।

শুক্রবার রাত ১১টার দিকে মহাসড়কের কালিয়াকৈর ওভারব্রিজ এলাকায় রড ভর্তি একটি ট্রাক বিকল হলে যানজটের সৃষ্টি হয়। শনিবার সকালেও মহাসড়কের মির্জাপুরের কুর্ণী পর্যন্ত প্রায় একই চিত্র দেখা গেছে। চন্দ্রা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

মির্জাপুরের ট্রাফিক ইনস্পেক্টর মো. সেলিম হোসেন জানান, সকাল ৯টা পর্যন্ত গাড়িগুলো ধীরগতিতে ঘুরলেও ৯টার পর চন্দ্রা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যানজট এক পর্যায়ে চন্দ্রা এলাকা থেকে মির্জাপুরের কুর্ণী পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার এলাকায় বিস্তৃত হয়। টাঙ্গাইলের দিকে যান চলাচল করলেও ঢাকার দিকে থেমে রয়েছে বলে জানান তিনি।

মির্জাপুর ট্রাফিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাবুল ইসলাম জানান, শুক্রবার রাত ১১টার দিকে মহাসড়কের কালিয়াকৈর ওভারব্রিজ এলাকায় রড ভর্তি একটি ট্রাক বিকল হয়ে পড়ে। পরে বিকল যানটি সরিয়ে ফেলা হয়। কিন্তু তারপর মহাসড়কে যান চলছে ধীরগতিতে। যানজটের কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শুক্রবার বিকাল থেকে মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বৃদ্ধি পায়। এছাড়া উত্তরাঞ্চল থেকে গরুভর্তি শত শত ট্রাক চলাচল শুরু করে। সন্ধ্যার পর থেকে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় গাড়ির গতিও কমতে থাকে।

অন্যদিকে, ফেরিস্বল্পতা ও নদীতে প্রচ- স্রোতের কারণে কিছুদিন ধরেই পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে স্বাভাবিক যান পারাপার ব্যাহত হচ্ছে। শুক্রবার ও শনিবার দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দ বাজার পদ্মার মোড় পর্যন্ত প্রায় চার-পাঁচ কিলোমিটার দীর্ঘ জট দেখা যায়। এর মধ্যে যাত্রীবাহী বাস ছাড়াও কোরবানির পশুবোঝাই ট্রাকও ছিল।

পাটুরিয়া ঘাটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া যানবাহন দেড় থেকে তিন কিলোমিটার দূর পর্যন্ত আটকে থাকতে দেখা গেছে। এই পথে ১৯টি ফেরির মধ্যে চালু আছে ১৪টি।

বি আইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন বলেন, স্রোতের কারণে ফেরির যাতায়াত কমে গেছে। যানবাহনেরও চাপ বেশি। এ জন্য কিছুটা জট হয়েছে।

26/08/ 2017/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি