মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রস্তুত হচ্ছে রাজধানীর পশুর হাটগুলো, আসছে কোরবানীর পশু


প্রস্তুত হচ্ছে রাজধানীর পশুর হাটগুলো, আসছে কোরবানীর পশু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ত্যাগের মহিমা নিয়ে আগামী ২রা সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদুল আযহা । এরই মধ্যে শুরু হয়ে গেছে ঈদুল আযহা উপলক্ষে সকল ধরনের প্রস্তুত। সেই সাথে প্রস্তুত হচ্ছে রাজধানীর পশুর হাটগুলোও। কোরবানীর পশু উঠতেও শুরু করেছে হাটগুলোতে। যদিও এখনো ক্রয়-বিক্রয়ের দৃশ্য তেমন একটা চোখে পড়ছে না।

রাস্তার ওপরে গরু রাখা ও হাট এলাকা কেন্দ্রিক যানজট গত কয়েকবছরের চিরাচরিত দৃশ্য। তবে এবার এমন ভোগান্তি হবে না বলে আশাবাদ পুলিশের। নির্দেশ ছাড়া গরুর ট্রাক থামানো এবং রাস্তায় পশু নামানো নিয়ে কড়া নজরদারি থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। বরাবরের মতো জাল টাকা শনাক্তে বসানো হবে মেশিন। পুলিশ ক্যাম্পসহ থাকবে সার্বিক নিরাপত্তার ব্যবস্থাও।

সিটি করপোরেশেনের সবশেষ তথ্য বলছে, গাবতলীর একটি স্থায়ী হাটসহ রাজধানীর মোট ২৩টি স্থানে, এবার বসবে অস্থায়ী কোরবানীর পশুর হাট। যার মধ্যে উত্তর সিটিতে ৯টি আর দক্ষিণ সিটি করপোরেশনে বসবে ১৩টি হাট। এরইমধ্যে কয়েকটি জায়গায় একটি দুটি করে আসতে শুরু করেছে কোরবানীর পশু।

কিন্তু যেখানে সাধারণ দিনেই যানজটে নাকাল রাজধানীবাসী, সেখানে পশুরহাট ঘিরে, তা হয়ে ওঠে আরও দুঃসহ। আর এ চিত্র প্রতিবছরের। রাস্তার ওপরে ট্রাক থেকে গরু নামানো, আর ঈদের দুই একদিন আগে রাস্তায় পশু বেচাকেনা যেন অলিখিত নিয়ম।

ঢাকার পুলিশ প্রধান বলছেন, কোরবানির পশুর হাটে অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা রোধে, খাবার দোকানগুলো নির্দিষ্ট করা হবে। পাশাপাশি বরাবরের মতো জাল টাকা শনাক্তে বসানো হবে মেশিন। পুলিশ ক্যাম্পসহ থাকবে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা।

কোরবানী উপলক্ষে বড় অঙ্কের টাকা পরিবহনে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন ডিএমপি কমিশনার।

পূর্বাশানিউজ/২৭আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি