মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


উপবৃত্তি পাবে প্রাথমিকের আরও ১০ লাখ শিক্ষার্থী


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৮.২০১৭


পূর্বাশা ডেস্ক:

ঝরে পড়া রোধ করতে প্রাথমিক পর্যায়ের আরও ১০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা হচ্ছে। এর ফলে উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৪০ লাখে উন্নীত হবে। নতুন করে ১০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দিতে প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয় হবে। এ লক্ষ্যে বিদ্যমান প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি তৃতীয় পর্যায় শীর্ষক প্রকল্প সংশোধন করা হয়েছে। ৬ হাজার ৯২৩ কোটি ৬ লাখ টাকা ব্যয় ধরে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটির অনুমোদন দেয়। রাজধানীর এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বৈঠকে নতুন ও পুরনো মিলিয়ে মোট ৯টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ১০ হাজার ৩৩১ কোটি ৭৫ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থার তহবিল থেকে ৯ কোটি ৯ লাখ টাকা ব্যয় করা হবে। বাকি টাকা বহন করা হবে সরকারের নিজস্ব তহবিল থেকে। সারা দেশে পুকুর, খাল উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৩৪ কোটি ৯৫ লাখ টাকা। প্রকল্পটি অনুমোদন দিতে গিয়ে প্রধানমন্ত্রী দুর্নীতির আশঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়নে ব্যাপক নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, এরকম প্রকল্পে নয়ছয়ের সুযোগ থাকে। তাই স্থানীয় সরকারি কর্মকর্তাদের পাশাপাশি জনপ্রতিনিধিদের প্রকল্পের পর্যবেক্ষণে কাজে লাগাতে হবে। এম এ মান্নান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন থেকে বাইপাস সড়ক নির্মাণের পরিবর্তে ফ্লাইওভার নির্মাণের নির্দেশ দিয়েছেন। কেননা বাইপাস তৈরি করলে কিছুদিন পর বাইপাসের ফাঁকা জায়গা শহরের অংশ হয়ে যায়। দেখা যায় সেটির আবার বাইপাস তৈরি করতে হয়। এছাড়া প্রত্যেক জেলা, উপজেলা ও বিভাগীয় শহরে সরকারি সব বিভাগকে এক ছাতার নিচে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন। এতে জনগণ এক জায়গা থেকেই সব সুবিধা পাবে। সেই সঙ্গে সারা দেশে সমাজসেবা কার্যালয় কমপ্লেক্স নির্মাণের ক্ষেত্রে খোলামেলা, লম্বা বারান্দাসহ মুক্ত ভবন তৈরির নির্দেশ দিয়েছেন। এসব ভবন বদ্ধ ও এসি সিস্টেমে ডিজাইন করার পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন তিনি।

সূত্র জানায়, এলজিইডির মাঠ পর্যায়ের জরিপ অনুযায়ী সারা দেশে ১৪ হাজার ৯১০টি খাস পুকুর বা দিঘি, ৩ হাজার ৪৯৩টি প্রাতিষ্ঠানিক পুকুর বা দিঘি এবং ৬ হাজার ৫৩৬টি খাস খাল রয়েছে। এগুলোর মধ্যে প্রকল্পের আওতায় ৫৬ জেলার ৪০০টি উপজেলায় প্রকল্প বাস্তবায়িত হবে। প্রকল্পের আওতায় ৯২১টি পুকুর পুনঃখনন, ১ হাজার ৬১১টি ঘাট নির্মাণ, ৯৩৮টি পুকুরপাড়ে বৃক্ষরোপণ করা হবে। তবে বরেন্দ্র অঞ্চলে এ ধরনের প্রকল্প বাস্তবায়িত হওয়ায় রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, রংপুর ও দিনাজপুরে প্রকল্পটি বাস্তবায়িত হবে না।

একনেকে অনুমোদন পাওয়া ৬৪ জেলায় সমাজসেবা কমপ্লেক্স নির্মাণ (প্রথম পর্যায় ২২ জেলা) শীর্ষক প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৩২৯ কোটি ২২ লাখ টাকা। ফেনী-নোয়াখালী জাতীয় মহাসড়কের বেগমগঞ্জ থেকে সোনাপুর পর্যন্ত চার লেনে উন্নীতকরণ প্রকল্পে ব্যয় হবে ৯৬২ কোটি টাকা। নলকা-সিরাজগঞ্জ-সয়দাবাদ আঞ্চলিক মহাসড়কের সিরাজগঞ্জ শহর অংশ-৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২৬৪ কোটি ২৬ লাখ টাকা। বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক (বালুখালী-ঘুমধুম) বর্ডার রোড নির্মাণ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ১১৪ কোটি ৯৫ লাখ টাকা।

১০৬ কোটি ৩৬ লাখ টাকা ব্যয় ধরে কুষ্টিয়া শহর বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। রাজশাহী মহানগরীর রাজশাহী-নওগাঁ প্রধান সড়ক থেকে মোহনপুর-রাজশাহী-নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিম সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৬৮ লাখ টাকা। আর টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলাধীন ধলেশ্বরী নদীর বাম তীরবর্তী গাছ-কুমুল্লী, বারপাখিয়া এবং নাগরপুরের ঘোনাপাড়াসহ বাবুপুর-লাউহাটি এফসিডি প্রকল্প এলাকায় তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১১৪ কোটি ২৭ লাখ টাকা।

পূর্বাশানিউজ/৩০আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি