মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল তৈরির প্রস্তাব


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। নিরাপদ জায়গা না পেয়ে এবং বাংলাদেশে প্রবেশে ব্যর্থ হয়ে তারা নো ম্যানসল্যান্ডে মানবেতর জীবন যাপন করছে। এমন প্রেক্ষাপটে আরাকানের অভ্যন্তরেই জাতিসংঘের তত্ত্ববধায়নে একটি নিরাপদ এলাকা তৈরির প্রস্তাব দিয়েছে আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন। সংগঠনটি এ প্রস্তাব জাতিসংঘে উথ্থাপনের জন্য বাংলাদেশকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে।

সংগঠনটি বলছে, মিয়ানমারের সেনাবাহিনী যতদিন রাখাইনে থাকবে ততদিন পর্যন্ত রহিঙ্গাদের ওপর নির্যাতন থামবে না। রোহিঙ্গাদের ওপর এমন নির্যাতনের ফলে বাংলাদেশের ওপরেও এর প্রভাব পড়ছে।

বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে সংগঠনটি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, মিয়ানমারের সেনাবহিনী যেভাবে নির্যাতন শুরু করেছে তাতে সেখানে রোহিঙ্গাদের থাকা মোটেই নিরাপদ নয়। অন্যদিকে রোহিঙ্গাদের অনুপ্রবেশ চেষ্টা বাংলাদেশের ওপরেও চাঁপ হয়ে দাঁড়িয়েছে। তাই বাংলাদেশকেও অনুরোধ করছি ইন্টারন্যাশনাল কমিউনিটিকে প্রস্তাব করার জন্য যে আরাকানে একটি নিরাপাদ অঞ্চল তৈরির জন্য। যেখানে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের অভয়স্থান তৈরি হবে। এরজন্য জাতিসংঘ, ওআইসি এবং বিভিন্ন দেশেসহ মুসলিম দেশগুলোর সাথে আলাপ করে একটি ব্যবস্থা গ্রহণ করতে বাংলাদেশকে অনুরোধ করছি।

প্রস্তাবটি সুনির্দিষ্ট কোন সংস্থা বা দেশের কাছে দেয়া হয়েছে কিনা, অন্যকোন সংস্থা বা দেশকে প্রস্তাব দেয়া হয়নি উল্লেখ করে নুরুল ইসলাম বলেন, মূলত রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রভাব বাংলাদেশেও পড়ছে, তাই বাংলাদেশ সরকারের কাছে আমরা এই প্রস্তাব জানাচ্ছি। জাতিসংঘের সদস্য হিসেবে এটা বাংলাদেশের কাছে আমাদের প্রত্যাশা।

পূর্বাশানিউজ/৩০আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি