শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ঢাকায় এসে নিখোঁজ কানাডার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:
কানাডার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থী ঢাকার বাড়িতে এসে নিখোঁজ হয়েছেন। তার নাম ইশরাক আহম্মেদ (২০)। শনিবার রাতে বন্ধুদের সঙ্গে আড্ডার নাম করে তিনি বাড়ি থেকে বের হন। এরপর তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় ইশরাক আহম্মেদের বাবা রোববার সকালে ধানমণ্ডি থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করেছেন। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন ধানমণ্ডি থানার ওসি আব্দুল লতিফ। আব্দুল লতিফ মানবজমিনকে জানান, ঢাকার ম্যাপল লিফ স্কুল থেকে এ লেভেল পাস করে গত বছর কানাডার মন্ট্রিয়ল শহরের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ইশরাক। চলতি বছরের জুন মাসে ছুটিতে বাড়ি আসেন তিনি। ঈদের পরের দিন ৩রা সেপ্টেম্বর কানাডায় ফিরে যাওয়ার কথা রয়েছে তার। তিনি আরো জানান, শনিবার রাত প্রায় সাড়ে ৮টা পর্যন্ত ধানমন্ডির ইডেন মাল্টিকেয়ার হাসপাতালের পাশের গলিতে আড্ডা দেন ওই এলাকার একটি ভবনের সিসি ক্যামেরায় তাদের আড্ডা দিতেও দেখা যায়। এরপর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তার বাবা গার্মেন্ট ব্যবসায়ী জামাল উদ্দীন রোববার সকালে একটি জিডি (সাধারণ) ডায়েরি করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

৩০ আগস্ট ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি