শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » ১৫ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা শুরু ঢাবিতে আসনপ্রতি লড়বেন ৩৯ জন


১৫ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা শুরু ঢাবিতে আসনপ্রতি লড়বেন ৩৯ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অনলাইনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। এ বছর আবেদন করেছেন ৭ হাজার ১২৩ আসনের বিপরীতে ২ লাখ ৭৭ হাজার ৭১৫ শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৯ জন। ব্যবসায় শিক্ষা অনুষদ অধিভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ বছর ১৫ সেপ্টেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাত ১০টায় ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়ার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। এ সময় বিভিন্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী, অনলাইন ভর্তি প্রক্রিয়ার আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রশিদসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে, এবার পাঁচটি ইউনিটের মধ্যে বিজ্ঞান অনুষদ অধিভুক্ত ‘ক’ ইউনিটের ১ হাজার ৭৬৫ আসনের বিপরীতে ৯১ হাজার ১৪৩, কলা অনুষদ অধিভুক্ত ‘খ’ ইউনিটের ২ হাজার ৩৬৩ আসনের বিপরীতে ৩৩ হাজার ১৬৪, ব্যবসায় শিক্ষা অনুষদ অধিভুক্ত ‘গ’ ইউনিটের ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৯ হাজার ৯৫৪, সামাজিক বিজ্ঞান অনুষদ অধিভুক্ত ‘ঘ’ ইউনিটের ১ হাজার ৬১০ আসনের বিপরীতে ১ লাখ ৩ হাজার ২৮২ এবং চারুকলা অনুষদ অধিভুক্ত ‘চ’ ইউনিটের ১৩৫ আসনের বিপরীতে ২০ হাজার ১৭২ জন আবেদন করেছেন।

আরও জানা গেছে, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর, ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৬ সেপ্টেম্বর, ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ সেপ্টেম্বর, ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২৩ সেপ্টেম্বর, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ অক্টোবর এবং ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। ‘গ’ ও ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৩০ আগস্ট বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। ‘ক’, ‘খ’ এবং ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১২ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। এছাড়া, ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে (http://admission.eis.du.ac.bd) জানা যাবে।

পূর্বাশানিউজ/৩১আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি