মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন


মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার সকালে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আদর্শ ফাউন্ডেশন এর উদ্যোগে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন থেকে মিয়ানমারের মুসলিম রোহিঙ্গা গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোসহ অবিলম্বে এ হত্যা বন্ধ করার জোর দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কাদের সাগর, ইয়াসিন আরাফাত পাভেল, জাহিদুল ইসলাম শুভ, কায়ছার, খালেদ মাহমুদ অন্তর প্রমুখ।
মানববন্ধনে জেলার স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ এইড ও বিকেবি ক্লাবও অংশ নেন।

পূর্বাশানিউজ/৩০আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি