সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৭ দেশে আশ্রয় নিয়েছে ১২ লক্ষাধিক রোহিঙ্গা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দীর্ঘদিন থেকে মিয়ানমারের সামরিক জান্তা রোহিঙ্গা মুসলমানদের পরিকল্পিতভাবে ঠাণ্ডা মাথায় হত্যা করে জাতিগতভাবে নির্মূল করে আসছে যা গণতন্ত্রপন্থী ও শান্তিতে নোবেল জয়ী অং সাং সুচি অব্যাহত রেখেছেন। এর ফলে হাজার হাজার রোহিঙ্গা নারী পুরুষকে হত্যার পর তাদের অনেকে পালিয়ে ৭টি দেশে আশ্রয় নিয়েছে। দেশটির সঙ্গে সীমান্ত থাকায় জাতিসংঘের নিবন্ধন অনুসারে অন্তত ৫ লাখ রোহিঙ্গা মুসলমান আশ্রয় নিয়েছে বাংলাদেশে। বেসরকারি হিসেবে এ সংখ্যা আরো বেশি।

গত ৩ বছরে অন্তত ১ লাখ ৪০ হাজার রোহিঙ্গা মুসলমানকে ঘর বাড়ি ছাড়া করেছে মিয়ানমার সরকার। তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে মৌলিক অধিকার বঞ্চিত করে রাষ্ট্রবিহীন এক নিরাশ্রয়ী জাতিতে পরিণত করেছে দেশটি। এদের অনেকে এক কাপড়ে নৌকায় করে সাগর পাড়ি দিতে গিয়ে ডুবে মারা গেছে। বাংলাদেশে যারা এখন পালিয়ে আসছে তাদের সিংহভাগ নারী। এসব নারীরা জানাচ্ছেন, তরুণদের দেখা মাত্রই গুলি করে হত্যা করছে মিয়ানমারের সেনারা। গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় বাংলাদেশের হাসপাতালে মারা যাওয়ার ঘটনাও ঘটছে।

বাংলাদেশের পর পাকিস্তানে রয়েছে সাড়ে ৩ লাখ রোহিঙ্গা। এছাড়া সৌদি আরবে ২ লাখ, আমিরাতে ১০ হাজার, মালয়েশিয়ায় দেড় লাখ, ভারতে ১৪ হাজার, থাইল্যান্ডে ৫ হাজার রোহিঙ্গা রয়েছে। সরকারি হিসেবের বাইরে বেসরকারি হিসেবে রোহিঙ্গাদের সংখ্যা এসব দেশে আরো বেশি। এছাড়া সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে অনেক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে যার সঠিক নিরুপণ করা এখনো সম্ভব হয়নি।

বর্তমানে মিয়ানমারের রাখাইন অঞ্চলে যে ১০ লাখ রোহিঙ্গা আছে তাদের অধিকাংশ ঘর বাড়ি ছেড়ে পালিয়ে জঙ্গলে আশ্রয় নিয়েছে। গ্রামের পর গ্রাম রোহিঙ্গা শূণ্য করে তা দখলে নিচ্ছে বৌদ্ধরা। ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর থেকে রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু হয়। তারা শিক্ষা, কর্মসংস্থানসহ মৌলিক অধিকার বঞ্চিত হয়ে চাষাবাস করে জীবন যাপন করে আসছিল।

30/08/2017/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি