রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ফেসবুকের নেশা ছাড়তে বলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৯.২০১৭

ডেস্ক রিপোর্ট :

বন্ধুরা ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছে। তাই নিজেও একটা খুলল স্কুল পড়ুয়া মেয়েটা। ধীরে ধীরে সামাজিক যোগাযোগের এই মাধ্যমে সে এতটাই আসক্ত হয়ে গেল যা তার শিক্ষাজীবনকে হুমকির মুখে ফেলে দিল। দিনরাত ফোনের স্ক্রিনে মুখ গুজে থাকতো। কোন বন্ধু কোন ছবি দিল, কে কোন মন্তব্য করল, কে কয়টা লাইক দিল, শেয়ার করল এগুলো তার কাছে হয়ে গেল পড়াশোনার চেয়ে গুরুত্বপূর্ণ। আর নানা অঙ্গভঙ্গিমায় নিজের সেলফি তুলে ফেসবুকে তা পোস্ট করে কমেন্ট আর লাইকের জন্য অপেক্ষায় বসে থাকতো। বাবা-মায়ের হাজার অনুরোধে কাজ হয়নি। সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় বেশ বকাঝকা করেন বাবা-মা। মোবাইল ফোনটি কেড়ে নেন তার কাছ থেকে। কিন্তু ফেসবুকবিহীন জীবনকে অর্থহীন মনে করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মেয়েটি।

ঘটনাটি শুক্রবার রাতে ঘটেছে ভারতের উত্তর ২৪ পরগনার একটি গ্রামে। ওই ছাত্রীর নাম মাম্পি দাস (১৮)। হাবরারই কামিনিকুমার গার্লস স্কুলে একাদশ শ্রেণীতে পড়ত সে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। মাম্পির বাবা বিকাশ দাস জানান, তার মেয়ে মেধাবী ছিল। ফেসবুকে অ্যাকাউন্ট খোলার আগে সে পড়াশোনা ছাড়া কিছুই বুঝত না। কিন্তু ধীরে ধীরে ফেসবুকে আসক্ত হয়ে পড়লে তারা হাজার চেষ্টা করেও ফেরাতে ব্যর্থ হন।

পূর্বাশানিউজ/১৭সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি