শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন প্রদান।


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৯.২০১৭

 


পূর্বাশা ডেস্ক:
ভারতের রানাঘাটের হবিবপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ডায়েরিয়া সমস্যা নিয়ে ভর্তি হওয়া রোগী চিন্ময় মল্লিককের (৩০) শরীরে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন প্রদান করায় স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ করেন রোগীর আত্মীয়রা।

এ ঘটনায় রানাঘাটের জড়ালো নদিয়া এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে জেলা স্বাস্থ্য দফতরের এক প্রতিনিধিদল এসে ঘটনার তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ শেষ হয়।

২৪ সেপ্টেম্বর রোববার বিকালে ডায়েরিয়া নিয়ে চিন্ময় ভর্তি হলে তাকে পর পর তিনবার স্যালাইন দেন নার্স। পরে সোমবার সকাল থেকে চিন্ময়ের শ্বাসকষ্ট ও কাশির লক্ষণ দেখা দেয়। সেই সময় তার পরিবারের লোকেরা দেখতে পান চিন্ময়কে দেওয়া স্যালাইনের মেয়াদ প্রায় সাড়ে তিন মাস আগে উত্তীর্ণ হয়ে গেছে।

এই ঘটনায় রোগীর পরিবারের লোকেরা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ করলে খবর পেয়ে জেলা স্বাস্থ্য দফতর থেকে এক প্রতিনিধিদল তদন্তে আসেন।

এর আগে যদিও দেশটির মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্যের সব হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফেলে দিতে হবে। এরপরেও কেন মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হল এবং স্বাস্থ্যকেন্দ্রে মজুত ছিল কেন এর উত্তর দিতে চাননি জেলা স্বাস্থ্য দফরের প্রতিনিধিদল।

তবে এ স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মৌমিতা দাস সরকার জানিয়েছেন, ঘটনার তদন্ত করা হবে।

পূর্বাশানিউজ/২৬সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি