শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অধিকার নয়, বিলিয়ন ডলার বাচাতেই সৌদি নারীদের গাড়ি চালানোর অনুমতি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সৌদি পরিবারগুলোর বিলিয়ন বিলিয়ন ডলার বেঁচে যাবে যদি দেশটিতে ১৪ লাখ চালককে তাদের কর্ম থেকে অব্যাহতি দেওয়া যায়। গাড়ি কিনতে ও ইন্স্যুরেন্স করতে ধুম ফেলবেন সৌদি নারীরা। এবং বিনিয়োগকারীরাও এই ভেবে আশ্বস্ত হবেন যে সৌদি অর্থনীতিতে বৈচিত্রকরণ আসছে। নারী অধিকার নয়, এসব বিবেচনা করেই দেশটিতে মেয়েদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে। হারতেজ

সৌদি নারী এমপি লাতিফা আলশালান বলেছেন, তারা দশকের পর দশক ধরে এই অধিকারের জন্য আন্দোলন করেছেন। মানাল আল শরিফ নামে আরেক নারী যিনি আইন ভেঙ্গে গাড়ি চালিয়ে কারাগারে গিয়েছিলেন, তিনি টুইট করেছেন, সৌদি আরব চিরদিনের জন্য বদলে গেছে। তেলের দাম পড়ে যাওয়ায় আসলে সৌদি আরব অর্থনৈতিক মন্দার ধকল সামলাতে বদলে যেতে বাধ্য হচ্ছে।

সৌদিতে আনুমানিক ১৪ লাখ চালকের মধ্যে অন্ততপক্ষে ৫০ হাজার বাংলাদেশি চালক রয়েছে। তবে কত সংখ্যক সৌদি নারী গাড়ি চালাবেন সে নিয়েও প্রশ্ন রয়েছে। এবং অনেক সৌদি পরিবারে একাধিক চালক কাজ করছেন।

এদিকে ইসরায়েলি মিডিয়া হারতেজ বলছে, ক্রাউন প্রিন্স সালমান সৌদি অর্থনীতিকে চাঙ্গা করে তুলতেই নারীদের গাড়ি চালানোর অনুমতি দিয়েছেন। এর ফলে সৌদি নারীদের কর্মসংস্থান বাড়বে। যদিও বিশ্লেষকরা বলছেন, এধরনের প্রবৃদ্ধি টেকসই হয় কি না তা দেখার বিষয়।

এধরনের সৌদি ঘোষণা লাখ লাখ সৌদি নারীর জীবন যাত্রা পাল্টে দেবে। কুড়ি বছর বয়স এমন সৌদি নারীর সংখ্যা অন্তত ১ কোটি। এছাড়া বৈধভাবে ১৪ লাখ বিদেশি চালকরা গড়ে ৫’শ মার্কিন ডলার বেতন ও থাকা খাওয়ার সুবিধা পেয়ে থাকেন। সৌদি অর্থনৈতিক বার্তা সংস্থা মাল এক প্রতিবেদনে বলছে, দেশটিতে গাড়ি চালকরা বছরে ৮ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার আয় করে। আবু ধাবি কমার্শিয়াল ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মনিকা মালিক বলেন, সৌদি মধ্যবিত্ত ও নি¤œবিত্ত পরিবারের নারীদের গাড়ি চালানোর ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। সৌদিতে কর্মরত চালকরা তাদের আয়ের সিংহভাগ নিজদেশে পাঠিয়ে দেয়। ফলে বৈদেশিক মজুদের ওপর চাপ পড়ে। আর তেলের দর পড়ে যাওয়ায় গত বছর ঘাটতি দাঁড়িয়েছে ২৭ দশমিক ৬ বিলিয়ন ডলার।

সৌদি আরবের জালানি পরামর্শক প্রতিষ্ঠান এফজিই বলছে, অন্তত ১০ ভাগ নারী গাড়ি চালাতে রাস্তায় নামবেন এবং এর ফলে প্রতিদিন ৬০ হাজার ব্যারেল গ্যাসোলিন বিক্রি হবে। মনিকা মালিক বলেন, চালানোর সুযোগ পাওয়ায় এখন অনেক নারী গাড়ি কিনবেন এবং তা বিক্রি বেড়ে যাবে। বুধবার সৌদি নারীদের গাড়ি চালানোর ঘোষণা আসার পর গাড়ি বিক্রি ও ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান সৌদি অটোমোটিভের শেয়ার মূল্য ১ দশমিক ৬ ভাগ ও গাড়ি লিজিং প্রতিষ্ঠান বাজেট সৌদি আরাবিয়ার শেয়ার দর ৪ ভাগ বেড়ে গেছে। বাজেট সৌদি আরাবিয়ার আঞ্চলিক ম্যানেজার অনিল ম্যাথিউস আব্রাহাম বলেন, স্বল্প ও দীর্ঘমেয়াদি গাড়ি ভাড়ার পরিমাণ বেড়ে যাবে।

সৌদি ভিশন ২০৩০ অনুসারে দেশটিতে নারীর কর্মসংস্থান ২২ থেকে বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ ভাগ। কর্মসংস্থান প্রতিষ্ঠান গ্লোওয়ার্কের প্রধান নির্বাহী খালিদ আলখুদাইর বলেন, সাড়ে ৪ লাখ সৌদি নারীকে গাড়ি চালক হিসেবে নেওয়ার যে সুযোগ দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল তা এখন সহজেই পূরণ হবে। গণপরিবহন ব্যবস্থা এখনো সেভাবে সৌদিতে গড়ে না ওঠায় অনেক নারী একাকি গাড়ি চালানোর সুযোগ নিবেন।

রিয়াদ ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গালফ রিসার্চ সেন্টারের পরিচালক জন ফাকরানকিস জানান, সৌদি নারীদের গাড়ি চালাতে অনুমতি দেওয়ার লক্ষ্য পরিস্কার এবং তা হচ্ছে নতুন সৌদি আরব গড়ে উঠছে আমাদের চোখের সামনে। আগামী জুন নাগাদ সৌদি আরবের নারীরা গাড়ি চালানোর সুযোগ পাবেন বলা হলেও তা বাস্তবায়নে বছর খানেক সময় লেগে যাবে বলে ধারণা করা হচ্ছে।

পূর্বাশানিউজ/২৮সেপ্টেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি