শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জাতিসংঘের প্রতিনিধি দলের সফর বাতিল করছে মিয়ানমার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাখাইন রাজ্যের নির্যাতিত রোহিঙ্গাদের দেখতে কূটনীতিকদের একটি সফর মিয়ানমার সরকার বাতিল করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত ২৫ অগাস্ট সহিংসতা শুরুর পর এটাই ছিল জাতিসংঘ কর্মকর্তাদের সফরের প্রথম পরিকল্পনা, যা ভেস্তে গেল। বৃহস্পতিবার বিবিসি এই তথ্য জানিয়েছে।

বিবিসি বলেছে, সফর বাতিলের কোনো কারণ মিয়ানমার কর্তৃপক্ষ দেখায়নি বলে জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন।

রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনী জাতিগত নির্মূল অভিযান চালাচ্ছে বলে জাতিসংঘের দাবি। তবে মিয়ানমার সরকার তা অস্বীকার করে আসছে।

রাখাইনে গত মাসে সেনাবাহিনীর অভিযান শুরুর পর ওই রাজ্য থেকে জাতিসংঘের ত্রাণকর্মীদের বের করে দেওয়া হয়। সেখানে সাংবাদিকদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না।

অভিযানের মুখে রাজ্যটি থেকে প্রায় ৫ লাখ রোহিঙ্গা মুসলিম প্রাণ বাঁচাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এই শরণার্থীরা বলছেন, সেনাবাহিনী নির্বিচারে রোহিঙ্গাদের হত্যা করছে, জ্বালিয়ে দিচ্ছে বাড়ি, ধর্ষণ করছে নারীদের।

রোহিঙ্গা সঙ্কট অবসানে মিয়ানমারের সাড়া না পেয়ে জাতিসংঘে তুলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে বাধ্য করার কথা বলছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও।

রোহিঙ্গাদের নাগরিক হিসেবে মানতে মিয়ানমার নারাজ হলেও বিশ্বব্যাপী সমালোচনার মুখে দেশটির নেত্রী অং সান সু চি যাচাই সাপেক্ষে শরণার্থীদের ফেরত নেওয়ার ঘোষণা দিয়েছেন।

শরণার্থী হয়ে আসা এই রোহিঙ্গাদের নাগরিকত্ব যাচাইয়ের কাজটি জাতিসংঘের তত্ত্বাবধানে করার পক্ষে অবস্থান প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

জাতিসংঘ তার আগে থেকেই রাখাইন পরিস্থিতি সরেজমিন দেখতে সেখানে কর্মকর্তাদের সফরের চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

পূর্বাশানিউজ/২৯সেপ্টেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি