মঙ্গলবার,১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ



পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

লক্ষ্মীপুরে আঞ্চলিক মহাসড়ক সম্প্রসারণে কাটা হচ্ছে ৫ হাজার গাছলক্ষ্মীপুরে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নে সড়কের দুপাশের শতবর্ষীসহ ছোট-বড় ৪ হাজার ৫৮৫টি গাছ কাটার উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। তবে পরিবেশবাদীরা বলছেন, গাছ রেখেই মহাসড়ক সম্প্রাসারণ কাজ সম্ভব। আর সেটি না করা হলে পরিবেশের জন্য ক্ষতিকর হবে।

লক্ষ্মীপুর জনপথ বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চ মাসে একনেকের সভায় প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে রায়পুর-লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পর্যন্ত জাতীয় সড়কের ৪০ কিলোমিটার যথাযথ মান ও প্রশস্ততার উন্নীতকরণ প্রকল্প অনুমোদন করা হয়েছে। এ সড়কের উভয় পাশে শতবর্ষীসহ বিভিন্ন বয়সী ৪ হাজার ৫৮৫টি গাছ রয়েছে।

প্রকল্পের নকশা অনুযায়ী ‘মহাসড়কের প্রস্থ ৭ দশমিক ৩ মিটার থেকে বৃদ্ধি করে ১০ দশমিক ৩ মিটার করা হবে। একই সঙ্গে সড়কের উভয় পাশে ১ মিটার করে মাটির জায়গা রাখা হবে। এতে সড়কের প্রস্থ দাঁড়াবে ১২ দশমিক ৩ মিটার। সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নে মহাসড়কের উভয় পাশের মোট ৪ হাজার ৫৮৫টি গাছ কাটাতে হবে।

প্রকল্প বাস্তবায়নে গাছ টাকার বিকল্প নেই বলে জানিয়েছে সওজ বিভাগ। তবে এ ব্যাপারে লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগ (সওজ) প্রকৌশলী জহিরুল ইসলাম কথা বলতে রাজি হন নাই।

লক্ষ্মীপুর সওজ এর উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম বলেন, ‘মহাসড়কের দুই পাশের গাছ ও জমির গাছগুলো কাটার প্রক্রিয়াধীন শেষ। লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থেকে রায়পুর বর্ডার বাজার পর্যন্ত ৪০ কিলোমিটার সড়কের পাশের পুরাতন ও ঝুঁকিপূর্ন গাছগুলো সড়ক ও জনপথ বিভাগ ও বন বিভাগের যৌথ উদ্যোগে অপসারন করা হবে।’

জেলা বন বিভাগের ফরেষ্টার নুরে আলম হানিফ জানান, ‘সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে প্রায় ৪০ কিলোমিটার আঞ্চলিক এ মহাসড়কের দু’পাশে ঝুঁকিপূর্ণ গাছগুলো নোয়াখালি আঞ্চলিক অফিস থেকে টেন্ডারের মাধ্যমে অপসারনের প্রক্রিয়াধীন শেষ হয়েছে। কয়েক দিনের মধ্যে গাছগুলো কাটার ব্যবস্থা করা হবে।’

পূর্বাশানিউজ/০৯অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি