শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মোবাইলে ম্যালেরিয়া নির্ণয়


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

এবার মোবাইল ক্যামেরায় ম্যালেরিয়া রোগ নির্ণয় করা যাবে। স্মার্টফোনে লাগানো ছোট স্টিকারেই ধরা দেবে প্লাজমোডিয়াম প্যারাসাইট। এতে খরচ পড়বে মাত্র ৫ টাকা। ইন্ডিয়ান

ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট; আর ইন্ডিয়ান ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্সের যৌথ গবেষণায় এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহায়তায় তৈরি হয়েছে ফোল্ডস্কোপ অ্যাপ। ফোল্ডস্কোপ আসলে একটি স্টিকারের মতো। আইইএমের গবেষক নীলাঞ্জন দত্ত রায় জানান, একটি পোর্টেবল মাইক্রোস্কোপ হলো এ স্টিকার। এটি অত্যন্ত হালকা, যা মোবাইল ক্যামেরার পেছনে লাগাতে হয়। পরে এক ফোঁটা রক্তের ছবি তুললে পাওয়া যাবে রেজাল্ট। আঙুলের ডগায় পিন ফুটিয়ে এক ফোঁটা রক্ত বের করে সাধারণ স্লাইডে সে রক্ত নিয়ে মোবাইলে ছবি তুললে স্টিকার মাইক্রোস্কোপে ধরা পরবে প্যারাসাইট। ৩০ সেকেন্ডের মধ্যে হাতে চলে আসবে রক্তের রিপোর্ট।

অক্টোবর ২৩, ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি