সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিলো সৌদি আরব


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সম্প্রতি সৌদি সরকার শীঘ্রই পর্যটন ভিসা চালু করার পরিকল্পনা অনুমোদন করেছে। গতকাল রোববার আল-ওয়াশান পত্রিকার বরাত দিয়ে বলা হয়, ভিসা চালুর কার্যক্রম প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই ভিসা শুধুমাত্র অনুমদিত ট্যুর কোম্পানির মাধ্যমে পর্যটকদের কাছে পৌঁছবে।
সৌদি আরবের সুরা কাউন্সিল এবং তাবুক ট্যুরিজম ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্বাহি সদস্য জামাল আল-ফাখরি ওয়াশানকে বলেন, তাবুক এই কার্যক্রমের অংশীদার হতে পারবে বলে আমি আশাবাদী।

তিনি বলেন, সৌদির পর্যটন শিল্পের উন্নয়নে দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) সকল প্রকার সহায়তা প্রদান করবে। পাশাপাশি পর্যটন শিল্পে অনেক বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

এখানে অনেক ট্যুর গাইড আছে যারা সৌদি আরবের কমিশন ফর ট্যুরিজম এন্ড ন্যাশনাল হ্যরিটেজ (এসসিটিএইচ) এর প্রয়োজনীয় শর্তানুযায়ী একাধিক ভাষায় কথা বলাসহ অন্যান্য অভিজ্ঞতা সম্পন্ন।

এসসিটিএইচ জিজান শাখার প্রধান কর্মকর্তা রুস্তম আল-কুবাইসি বলেন, পর্যটকদের জন্য দর্শনীয় স্থান হিসেবে যাদুঘর ও প্রতœতাত্তি¡ক স্থানের পাশাপাশি ফারাসান দ্বীপ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

তিনি বলেন, এসসিটিএইচএর উদ্যেগে আয়োজিত ক্ষুদ্র পরিসরে ট্যুরিজম প্রজেক্ট এবং ট্যুরিজম উন্নয়ন ও এর নিরাপত্তা বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা ইতোমধ্যে শেষ হয়েছে।

তিনি আরও বলেন, জিজান প্রদেশের লোকেরা আতিথেয়তার জন্য সারা বিশ্বে খুবই বিখ্যাত। তারা বাইরের দেশ থেকে আগত সকল পর্যটকদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত।

30/10/2017/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি