শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নিমপাতার যত গুণ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নিমপাতার সঙ্গে আমরা সবাই পরিচিত। স্বাদে তেতো হলেও এর গুণগুলো কিন্তু বেশ মধুর। নিমপাতা ফাঙ্গাস ও ব্যাকটেরিয়াবিরোধী। ত্বকের সুরক্ষায় এর জুড়ি মেলা ভার। এ পাতা থেঁতো করে লাগালে ব্রণ ভালো হয়। এর রস মাথায় লাগালে চুলকানি কমে, চুল শক্ত হয়, চুলের শুষ্কতা কমে যায় এবং চুল গজানো ত্বরান্বিত হয়। নিমপাতার সঙ্গে কাঁচাহলুদ পেস্ট করে লাগালে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। নিম তেলে প্রচুর ভিটামিন ‘ই’ এবং ফ্যাটি এসিড থাকে, যা ত্বক ও চুলের জন্য উপকারী। নিমপাতা সিদ্ধ পানি দিয়ে গোসল করলে শরীরের দুর্গন্ধ থাকে না। এ পানি ফেসওয়াশ হিসেবে ব্যবহার করলে ভালো ফল মেলে। নিমের ডাল দিয়ে দাঁত মাজলে মুখের দুর্গন্ধ থাকে না। দাঁতের জীবাণু রোধে এটি বেশ কার্যকরী। কাটাছেঁড়া বা পোড়া স্থানে নিমপাতার রস বেশ উপকার দেয়।

অক্টোবর ৩১, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি