মঙ্গলবার,১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দুই আ. লীগ নেতার দ্বন্দ্ব, সমাবেশ ঠেকাতে ময়লা স্তূপ!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাজধানীর আজিমপুরে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ও মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের দ্বন্দ্ব আরও তীব্রতর হলো। দু’পক্ষের কর্মী সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় কে বা কারা সমাবেশস্থলের সামনে সিটি কর্পোরেশনের ময়লা ফেলে গেছে।

লালবাগের আজিমপুর রোডের পার্ল হারবার কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার সকালে কামরাঙ্গীর চর, লালবাগ ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আয়োজন করেন দক্ষিণের সাধারণ সম্পাদক মুরাদ।

আর মেয়রের সমর্থক হিসেবে পরিচিত ৩৮ নম্বর ওয়ার্ডের কমিশনার আবু আহমেদ মান্নাফিকে ‘লাঞ্ছিত’ করার প্রতিবাদে তার সমর্থকরা পার্ল হারবারের সামনের সড়কে একই সময়ে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয়।

কিন্তু সকালে ঘুম থেকে উঠে এলাকাবাসী দেখতে পান, কমিউনিটি সেন্টারের সামনে জমে আছে ময়লার পাহাড়।

কমিউনিটি সেন্টারের নিরাপত্তাকর্মী মো. জসীম গণমাধ্যমকে বলেন, রাত সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪-৫টি গাড়ি এসে ওই ময়লা ফেলে রেখে গেছে গেইটের সামনে।

ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান বলেন, ‘আওয়ামী লীগের একটি অনুষ্ঠান আছে কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায়। কিন্তু আমরা জানতে পেরেছি, এই সড়কেই আওয়ামী লীগের আরেকটি পক্ষের বিক্ষোভ কর্মসূচি রয়েছে। এ কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমাবেশস্থলের সামনে হঠাৎ ময়লার ফেলে রাখায় এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করছে।

শাহ আলম মুরাদের দাবি, এটি সিটি করপোরেশন করেছে। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আপনারা যেমন দেখছেন, আমরাও তাই দেখছি। ময়লা ফেলে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।’

কারা করেছে জানতে চাইলে মুরাদ বলেন, ‘এটা সিটি করপোরেশনের কাজ-কারবার। যার ওয়ার্ড সে বলতে পারবে।’

এদিকে আজিমপুরের বাসিন্দা প্রত্যক্ষদর্শী আজমল হক বলেন, ‘ফজরের নামাজে যাওয়ার সময় দেখলাম সিটি করপোরেশনের গাড়ি ময়লা ফেলছে।’

আজকের সভা প্রাঙ্গণের অদূরের চা বিক্রেতা রবিউল আলম বলেন, ‘আমি যখন দোকান প্রস্তুত করি, তখন সিটি করপোরেশনের গাড়ি ময়লা ফেলে যাচ্ছে।’

তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করে মেয়র সাঈদ খোকন বলেন, ‘এই কাজটি কোনোভাবেই সিটি করপোরেশন করতে পারে না। যদি কেউ করে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্র জানায়, সম্প্রতি মগবাজার-মালিবাগ-মৌচাক ফ্লাইওভার উদ্বোধনী অনুষ্ঠানে শাহে আলম মুরাদের সমর্থকরা মেয়রের দাওয়াতে আগত মুক্তিযোদ্ধাদের অপমান করে। এর প্রতিবাদে মুক্তিযোদ্ধারা আজ (বৃহস্পতিবার) আজিমপুর পার্ল হারবার কমিউনিটি সেন্টারের সামনের রাস্তায় এক প্রতিবাদ সভা কর্মসূচি দেন। সভায় মেয়রের সম্মতি ছিল বলে জানান সংশ্লিষ্টরা।

এদিকে, মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভার কথা জানতে পেরে মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগ হঠাৎ করে বর্ধিত সভা ডাকে। তবে তাদের বর্ধিত সভাস্থল পার্ল হারবারের সামনের রাস্তায় কে বা কারা ময়লা ফেলে যায়। মহানগর নেতাদের দাবি, সমাবেশ ঠেকাতে মেয়রের নির্দেশে ডিসিসির কর্মীরা এসব ময়লা রেখে গেছে।

নভেম্বর ১৬, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি