সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৭৭টি দেশে ২৫ হাজার ৬৭৩টি সন্ত্রাসের ঘটনা ঘটেছে গত বছর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সিরিয়া, পাকিস্তান ও আফগানিস্তানে সর্বাধিক সন্ত্রাসের ঘটনা ঘটেছে গত বছর। ২০১৬ সালে বিশ্বের ৭৭টি দেশে ২৫ হাজার ৬৭৩টি সন্ত্রাসের ঘটনা ঘটলেও আগের বছরের চাইতে হতাহতের ঘটনা ঘটেছে কম। তবে সন্ত্রাসের আক্রান্ত দেশের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অস্ট্রেলিয়ার গ্লোবাল টেরোরিজম ইনডেক্স এ প্রতিবেদন দিয়ে বলছে, গত বছর এ সন্ত্রাসের ঘটনা ২০১৪ সালের সর্বোচ্চ সন্ত্রাসের ঘটনার চেয়ে ২২ ভাগ কম। টাইমস অব ইসরায়েল

এই ৭৭টি দেশে গত বছর অন্তত একটি ভয়াবহ সন্ত্রাসের ঘটনা ঘটেছে যা গত ১৭ বছরের গ্লোবাল টেররিজম হিস্টরির ডাটাবেজে দেখা যায়নি। এবছর সর্বাধিক সন্ত্রাস ঘটেছে ইরাকে এর পরের স্থান হচ্ছে আফগানিস্তান ও নাইজেরিয়া।

দি ইনস্টিটিউট ফর ইকোনোমিক্স এন্ড পিস’এর এই গ্লোবাল টেররিজম ইনডেক্সে বলা হচ্ছে সন্ত্রাসের দিক থেকে ফ্রান্সের অবস্থান রয়েছে ২৩তম এবং ইসরায়েলের চেয়েও দেশটিতে বেশি সন্ত্রাসের ঘটনা ঘটেছে। ইসরায়েলের অবস্থান সন্ত্রাসী ঘটনায় ৩৬ ও প্যালেস্টাইন রয়েছে ৩০তম স্থানে। এসব সন্ত্রাসী তথ্য সংগ্রহে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যারিল্যান্ড সহায়তা করেছে। তথ্যে একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে ইসলামের নামে পরিচালিত সন্ত্রাস প্রতিরোধ করা অনেকখানি সম্ভব হয়েছে। গত বছর নাইজেরিয়ায় বোকো হারামের সন্ত্রাসী ঘটনা হ্রাস পেয়েছে ৮০ ভাগ। কিন্তু একই বছর আইএস জঙ্গিদের হাতে নিহতের সংখ্যা ৫০ ভাগ বৃদ্ধি পায় যার ৪০ ভাগই ছিল ইরাকে। সন্ত্রাস করে বিশ্বের সর্বত্রই এক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টাও উঠে এসেছে এ প্রতিবেদনে।

তবে ২০১৫ সালের তুলনায় গত বছর বেশ কয়েকটি দেশে সন্ত্রাসে হতাহতের উল্লেখযোগ্য ঘটনা ঘটে। প্রতিবেদনে সতর্ক করে দিয়ে বলা হয়েছে ইরান ও সিরিয়ায় আইএস জঙ্গিদের সন্ত্রাসী ঘটনার মত ঘটনা অন্যান্য দেশেও ঘটতে পারে। গত বছর আফগানিস্তান পরিস্থিতিকে জটিল উল্লেখ করে বলা হয়, সাধারণ মানুষের ওপর তালেবানের হামলা কমলেও সরকারি বাহিনীর ওপর তা বৃদ্ধি পেয়েছে। ইউরোপ ও অন্যান্য উন্নত দেশে ১৯৮৮ সালের পর গত বছরই ছিল সন্ত্রাসী ঘটনায় হতাহতের পরিমাণ সর্বোচ্চ। এ হিসেবে ২০০১ সালে ওয়ান ইলেভেনের ঘটনা ধরা হয়নি।

প্রতিবেদনে সন্ত্রাসে মৃত্যুর ৭৫ ভাগের জন্যে দায়ী করা হয়েছে আইএস জঙ্গি তৎপরতাকে। তবে এ বছরে আইএস জঙ্গিদের হামলা উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে বলেও প্রতিবেদেন বলা হয়েছে।

16/11/2017/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি