সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সৌদি আরবের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যেতে পারে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :

রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারার শাইখুল হাদিস আল্লামা উবাইদুল্লাহ ফারুক। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পদক। বর্তমানে সৌদি আরবে যে সঙ্কট শুরু হয়েছে তা দ্বীনি শিক্ষা না থাকা এবং ইসলামের দেখানো পথে না চলার কারণে। আর এ সঙ্কট সৃষ্টি হওয়ায় ১৬০ কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন সৌদি আরবের অর্থনীতির মেরুদণ্ড ভেঙ্গে পরতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। দৈনিক আমাদের অর্থনীতিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এমন মতামত ব্যক্ত করেন।

সৌদি আরবে চলমান সঙ্কটে মুসলিম বিশ্বে কি ধরনের প্রভাব পরতে পারে ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে আমাদের মুসলিম দেশ নানা সঙ্কট ও ঝামেলায় জর্জরিত। মুসলিম বিশ্বের এ সঙ্কটের কারণ হলো, তাদের মাঝে দ্বীনি শিক্ষা নেই এবং ইসলামের দেখানো পথা না চলার কারণে। আজ মুসলিম দেশ একেক অমুসলিম দেশের পেছনে ছুটছে।
বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে সঙ্কট চললে ১৬০ কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন সৌদি আরব এসব সঙ্কট থেকে নিরাপদ ছিল। সৌদি আরবের চলমান সঙ্কটে মুসলিম বিশ্বে এর প্রভাব পরতে পারে বলে আশঙ্কা করছি।

সৌদি আরবে অর্থনৈতিক প্রভাব পরতে পারে? এমন প্রশ্নের জবাবে আল্লামা উবাইদুল্লাহ ফারুক বলেন, সৌদি আরবের চলমান সঙ্কটে অর্থনৈতিক প্রভাব অবশ্যই পরবে। এমনিতেই সৌদি আরবে কয়েক বছর ধরে অর্থনৈতিক মন্দা যাচ্ছে। এর মধ্যে চলমান সঙ্কট অবস্থা। বিভিন্ন কোম্পানি দেওলিয়া হয়ে যাচ্ছে। এ সঙ্কটে সৌদি আরবের মেরুদণ্ড ভেঙে যেতে পারে।

আমাদের দেশে সৌদি সঙ্কটের কোন প্রভাব পরতে পারে বলে আপনি মনে করেন। এমন প্রশ্নের জবাবে আল্লামা উবাইদুল্লাহ ফারুক বলেন, আমাদের দেশে সৌদি সঙ্কটের প্রভাব পরবে। কারণ আমাদের দেশের বিরাট একটা অংশ সৌদি প্রবাসি। যেহেতু সৌদির কম্পানিগুলো অর্থনৈতিক সঙ্কটে পরছে। সুতরাং আমাদের দেশের সৌদি প্রবাসিরা বিপাকে পরবে। সুতরাং আমাদের দেশেও সৌদির চলমান সঙ্কটে অর্থনৈতিক প্রভাব পরবে।

পূর্বাশানিউজ/১৭নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি