রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আর্জেন্টিনার হারানো ডুবোজাহাজে বিস্ফোরণ, ৪৪ নাবিকের বেঁচে না থাকার আশঙ্কা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :

৪৪জন ক্রু নিয়ে আর্জেন্টিনার ডুবোজাহাজ ‘এরে সান হুয়ান’ একসপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ থাজার পর তাতে বিস্ফোরণের শব্দ পাওয়ার পর নাবিকদের কারো বেঁচে থাকার আশা ক্ষীণ হয়ে পড়েছে। কয়েকটি দেশের আকাশ ও নৌ সেনারা মিলেও সেটি উদ্ধার করতে ব্যাপক অভিযান শুরু করার পর পারমাণবিক ডুবোজাহাজ নিয়ে কাজ করে এমন একটি প্রতিষ্ঠান জানিয়েছে জাহাজটি থেকে প্রচ- এক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এ খবরে নিখোঁজ নাবিকদের স্বজনরা ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করেছেন।

দক্ষিণ আটলান্টিকে ডুবোজাহাজটির বিস্ফোরণের আওয়াজ প্রথম ধরা পড়ে নিউক্লিয়ার সাবমেরিন নিয়ে কাজ করে এমন একটি আন্তর্জাতিক সংস্থার কাছে। আর্জেন্টিনার নৌবাহিনীর ক্যাপ্টেন এ্যান্টিক বালভি জানিয়েছেন, নিখোঁজ ওই ডুবোজাহাজ থেকে সর্বশেষ সঙ্কেত পাঠানোর কাছাকাছি সময়ে বিস্ফোরণের শব্দটি শোনা যায়। গত সপ্তাহে দক্ষিণ আটলান্টিক শহরে নিউক্লিয়ার টেস্টের পর্যবেক্ষণের তথ্য থেকে আমরা জানতে পারি যে অস্বাভাবিক সিঙ্গুলার একটি প্রচ- আওয়াজ পাওয়া গেছে। তবে সে শব্দ নিউক্লিয়ার বিস্ফোরণের শব্দের মত নয়। ওই একই এলাকায় প্রচ- শব্দের আওয়াজ পাওয়ার কথা মার্কিন এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গত ৮দিন আগে এ ডুবোজাহাজটি নিখোঁজ হওয়ার ঘন্টা খানেকের পর যে আওয়াজ পাওয়ার কথা বলা হচ্ছে তাতে জাহাজটির নাবিকদের স্বজরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এমনকি দেশটির নৌবাহিনী মিথ্যা তথ্য দিয়েছে বলেও কেউ কেউ দোষারোপ করছেন। ডুবোজাহাজটি হারিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য সহ ডজনখানেক দেশ তা উদ্ধারে কাজ করছিল।

পূর্বাশানিউজ/২৩ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি