রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সীমান্ত রক্ষায় এতিমদের প্রশিক্ষণ দেবে ভারত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :

এতিম ও নিরাশ্রয়ী শিশুদের আশ্রয় কেন্দ্র থেকে তুলে দেওয়া হবে ভারতের নিরাপত্তা বাহিনীর হাতে। এরপর তারা প্রশিক্ষণ পেয়ে শুরু করবে সীমান্ত রক্ষার কাজ। দেশটির ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস ও সীমান্তে কাজ করে এমন একটি প্রতিষ্ঠান শাস্ত্র সীমা বাল বিষয়টি নিয়ে আলোচনা শেষে এধরনের সিদ্ধান্তে পৌঁছেছে। স্পুটনিক ইন্টারন্যাশনাল

ভারতে শিশু রক্ষা ও তাদের দেখভাল করেন এমন বিশেষজ্ঞরা বলছেন, আধাসামরিক বাহিনীতে এধরনের শিশুদের প্রশিক্ষণে নেওয়ার বিষয়টি সুনির্দিষ্ট করা উচিত এবং কখনো তা যেন বাধ্যতামূলক করা না হয়। চুক্তি অনুযায়ী শাস্ত্র সীমা বাল, আশ্রয়কেন্দ্র থেকে শিশুদের প্রাথমিক প্রশিক্ষণ দিয়ে পরবর্তী প্রশিক্ষণের জন্যে তাদের বাছাই করে আধাসামরিক বাহিনীর হাতে তুলে দেবে। এরপর তাদের সম্প্রদায়- কেন্দ্রিকভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাদের নিয়োগ দেওয়া হবে ভারত- নেপাল ও ভারত-ভুটান সীমান্তে।

ভারতে শিশু আশ্রয় কেন্দ্র রয়েছে ৯ হাজার এবং এসব কেন্দ্রে এতিম ও নিরাশ্রয়ী শিশুদের সংখ্যা আরো বাড়ানো হবে। বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তে শিশুদের কাজে লাগানোর আগে তাদের স্বার্থ যাতে বিনষ্ট না হয় সে নিশ্চয়তা থাকা উচিত। বেসরকারি সংস্থা বাটারফ্লাই’এর পরিচালক রিতা পানিক বলেন, প্রতিটি শিশুর সহজাত বুদ্ধি ও স্বার্থ রয়েছে তা যেন এধরনের প্রশিক্ষণে ক্ষুণœ না হয়। সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত হওয়ার পাশাপাশি তারা ইচ্ছা করলে তারা যেন বড় হয়ে এ কাজ ছেড়ে অন্য পেশায় চলে যেতে পারে সে সুযোগ থাকা প্রয়োজন।

পূর্বাশানিউজ/২৩ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি