সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ : রাষ্ট্রপতি


রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ : রাষ্ট্রপতি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, বিশ্ব সম্প্রদায়ের চাপের মুখে মিয়ানমার রোহিঙ্গাদের নাগরিক অধিকার দিয়েই স্বদেশে ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছে। এজন্য একটু ধৈর্য ধরতে হবে। বিশেষ করে রোহিঙ্গাদের জন্য একটা নিরাপদ অবস্থান তৈরি করার পর মিয়ানমারে ফেরত পাঠাতে কাজ করছে বাংলাদেশ।

সম্প্রতি স্বাক্ষর করা সমঝোতা স্মারক সহসা বাস্তবায়ন শুরু হবে এবং রাখাইনে পূর্ণ নাগরিক অধিকার নিয়ে রোহিঙ্গারা অবস্থান করবেন বলে আশা করেন রাষ্ট্রপতি। রোববার (২৬ নভেম্বর) বিকালে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। পরে তিনি রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

রাষ্ট্রপতি বলেন, কূটনৈতিক সফলতায় রোহিঙ্গা ফেরতে সই হওয়া সমঝোতা স্মারক ধীরে ধীরে কার্যকর হবে। এতে মিয়ানমারের নাগরিক হিসেবে আহার, স্বাস্থ্যসহ সব ধরনের সুযোগ পাবেন রোহিঙ্গারা। এটাই নিপীড়িত রোহিঙ্গাদের মতো বাংলাদেশসহ বিশ্বনেতাদের কামনা। রাষ্ট্রপতি নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা নারী-শিশু ও পুরুষের সঙ্গে কথা বলেন। রোহিঙ্গারা রাষ্ট্রপতিকে কাছে পেয়ে নিজেদের বেদনার কথা তুলে ধরেন। তাদের দেখতে আসায় রোহিঙ্গারা শোকরিয়া জ্ঞাপন করে রাষ্ট্রপতির দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী হোসেন, পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেনসহ সেনা ও নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন। এর আগে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি দুপুর ২টা ৫৫ মিনিটে ইনানী সৈকত এলাকায় সেনাবাহিনীর হেলিপ্যাড বে-ওয়াচে অবতরণ করলে উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। দুই দিনের সফরে রাষ্ট্রপতি কক্সবাজার এসেছেন। আজ বাংলাদেশ নেভির আয়োজনে আইওএনস মাল্টিলেটারাল মেরিটাইম সার্চ অ্যান্ড রিসার্চ এক্সারসাইজ (আইএমএমএসএআরইএক্স) অনুষ্ঠানের উদ্বোধন করবেন তিনি। ইনানীর তারকা হোটেল রয়েল টিউলিপ সী-পার্লে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী হোসেন জানান, রাষ্ট্রপতি হোটেলে সাময়িক বিশ্রাম নেয়ার পর সেখান থেকে বিকাল ৩টা ২৫ মিনিটে সড়কপথে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে যাত্রা করেন। সেখানে ডি-৫ ব্লক পরিদর্শন শেষে শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। সন্ধ্যায় তিনি হোটেলে ফিরে আসেন।

তিনি আরও জানান, আজ বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত নৌবাহিনীর প্রতিনিধি সম্মেলন আইওএনস মাল্টিলেটারাল মেরিটাইম সার্চ অ্যান্ড রিসার্চ এক্সারসাইজ (আইএমএমএসএআরইএক্স) উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। ৯টি পর্যবেক্ষক দেশসহ ২৩ দেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ, নৌপ্রধান, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও মেরিটাইম বিশেষজ্ঞরা এতে অংশগ্রহণ করবেন। বিকাল ৪টায় ঢাকায় ফিরবেন রাষ্ট্রপতি।

পূর্বাশানিউজ/২৭ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি