সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আওয়ামী লীগ কিসের কিনারে দাঁড়িয়ে আছে? : রুহুল কবির রিজভী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি যদি গভীর খাদের কিনারে দাঁড়িয়ে থাকে, তাহলে আওয়ামী লীগ কিসের কিনারে দাঁড়িয়ে আছে? তারা কি বিশাল ফুলের বাগানের কিনারে দাঁড়িয়ে আছে? যে ধাক্কা খেয়ে পড়লে ওই কিনার থেকে আপনারা চামেলি, গোলাপ, বেলি, চন্দ্র মল্লিকার মধ্যে পড়ে যাবেন?

সোমবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর পূর্বের এক বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘আপনারা (আওয়ামী লীগ) এমন একটি কিনারে দাঁড়িয়ে আছেন, শুধু ছোট্ট একটি ধাক্কা খেলেই সিটি করপোরেশনের ভাগাড়ের মধ্যে পড়ে যাবেন।’ রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকারের গুম, খুন, হত্যা, নির্যাতনের কারণে প্রধানমন্ত্রী নেতিবাচক ইতিহাসে জায়গা করে নেবেন। চারদিকে সব জায়গায় মানুষ আতঙ্কের মধ্যে আছে। সবার চিন্তা, কখন কার সন্তান নিরুদ্দেশ হয়ে যায়। এ আতঙ্ক থেকে মানুষ মুক্তি চায়। সে জন্য এই সরকারের প্রতি মানুষের আর কোনো আস্থা নেই।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক অনুষ্ঠানে বলেছিলেন, বাংলাদেশের রাজনীতি বা গণতন্ত্র নয়, বিএনপিই এখন গভীর খাদের কিনারে।

পূর্বাশানিউজ/২৮ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি