মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দেশে ফিরল আনিসুল হকের মরদেহ


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মরদেহ বহনকারী বিমান বিজি ০০২ ফ্লাইটটি সিলেটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সেখান থেকে দুপুর একটার দিকে ঢাকায় এসে পৌঁছাবে বিমানটি।

বিমানবন্দরে যাঁরা উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আনিসুল হকের ছোট ভাই সেনাবাহিনীপ্রধান জেনারেল আবু বেলাল মো. শফিউল হক। মেয়রের একান্ত সচিব আবরাউল হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, মেয়রের মরদেহের সঙ্গে দেশে আসছেন তাঁর স্ত্রী রুবানা হক, ছেলে নাভিদুল হক, দুই মেয়ে ওয়ামিক উমায়রা ও তানিশা ফারিয়াম্যান হক। বিমানবন্দর থেকে আনিসুল হকের মরদেহ বনানীর ২৩ নম্বর সড়কে অবস্থিত তাঁর বাসভবনে আনা হবে। সেখান থেকে বিকেলে আর্মি স্টেডিয়ামে আনার পর বাদ আসর জানাজা হবে। এরপর আনিসুল হকের মরদেহ বনানী গোরস্থানে দাফন করা হবে।

পূর্বাশানিউজ/০২ ডিসেম্বর ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি