শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রোহিঙ্গা নারীদের বিদেশে পাচার করতে মরিয়া দালাল চক্র


রোহিঙ্গা নারীদের বিদেশে পাচার করতে মরিয়া দালাল চক্র


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা নারীর ভুয়া পরিচয়ে পাসপোর্ট করিয়ে বিদেশে পাচার করতে মরিয়া দালাল চক্র। এ কাজে লিপ্ত কিছু পুরনো রোহিঙ্গা দালাল। রোহিঙ্গা ললনাকে পাচার করতে কক্সবাজার ও অন্য জেলার স্থানীয় বাসিন্দাকে টাকার লোভে বশে এনে কৌশলে বাংলাদেশী পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোপূর্বে কিছু রোহিঙ্গা নারী বাংলাদেশী পরিচয়ে পাসপোর্ট করতে এসে ধরা পড়ায় তারা এখন কক্সবাজার জেলার বাইরে থেকে পাসপোর্ট তৈরি করছে। শতাধিক সুন্দরী রোহিঙ্গা নারীর পাসপোর্ট তৈরি করতে ফর্ম জমা করা হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পাসপোর্ট ফর্ম জমা হওয়ার পর পুলিশের তদন্ত প্রতিবেদন জমা হতে হয় সংশ্লিষ্ট দফতরে। পুলিশ স্থায়ী ও বর্তমান ঠিকানাসহ সব জায়গায়ই তদন্ত করে থাকে। পুলিশের তদন্ত প্রতিবেদন পাওয়া না গেলে কাউকে পাসপোর্ট দেয়া হয় না। তাই তদন্তকারী পুলিশকে ম্যানেজ করে দালালের কেউ কেউ রোহিঙ্গা নারীর পাসপোর্ট পেয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। রোহিঙ্গা দালালরা বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র নকল করে স্থানীয় জনপ্রতিনিধি ও একটি দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশী পরিচয়ে পাসপোর্ট পেতে মরিয়া হয়ে উঠেছে।

জাতীয় পরিচয়পত্র হুবহু নকল করে তাদের পাসপোর্ট অফিসে পাঠানো হচ্ছে। তবে ভুয়া এনআইডি শনাক্ত করতে ব্যাপক যাচাই-বাছাই করছে পাসপোর্ট অফিসের দায়িত্বরতরা। কক্সবাজারে সহজে কোন রোহিঙ্গা বাংলাদেশী পরিচয়ে পাসপোর্ট পাচ্ছে না দেখে তারা বর্তমানে জেলার বাইরে দৌড়ঝাঁপ শুরু করেছে।

পূর্বাশানিউজ/০২ ডিসেম্বর ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি