সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


`মহানবীর আদর্শ অনুসরণেই হারানো অধিকার ফিরে পেতে পারি’


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, মহান আল্লাহ বিশ্বজগতের রহমত স্বরূপ হযরত মুহম্মদ (স.) কে প্রেরণ করেন। একমাত্র আল্লাহর বিধান মানা আর মহানবীর অনুসরণই পরকালীন ও ইহকালীন মুক্তি আসবে।

শুক্রবার বিএপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে এক বাণীতে বিএনপি চেয়ারপারসন বলেন বিশ্বনবীর আবির্ভাবে পৃথিবীতে মানুষ ইহলৌকিক ও পরলৌকিক জগতের মুক্তির সন্ধান পায় এবং নিজেদের কল্যাণ ও শান্তির নিশ্চয়তা লাভ করে। সমাজে বিদ্যমান শত অনাচার ও কদর্যতার গ্লানি উপেক্ষা করে মহানবী মোহাম্মাদুর রাসুলুল্লাহ (স.) মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করেন। বেগম জিয়া বলেন, মহানবী (স.) মানবজাতির জন্য এক উজ্জ্বল অনুসরণীয় আদর্শ। নিজ যোগ্যতা, সততা, মহানুভবতা, সহনশীলতা, কঠোর পরিশ্রম, আত্মপ্রত্যয়, অসীম সাহস, ধৈর্য, সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস, নিষ্ঠা ও অপরিসীম দুঃখ-যন্ত্রণা ভোগ করে তার ওপর অবতীর্ণ সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনের বাণী প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করেন। তাই নবী (সা.) এর অনুসরণই আমাদের জীবনে বয়ে আনতে পারে সুখ আর স্বাচ্ছন্দ।

আমি আল্লাহ রাব্বুল আল আমিনের নিকট প্রার্থনা করি- মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমা আমরা নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারি। যদি রাসুল (স.)-এর বাণী ও আদর্শ অনুসরণ করে এগিয়ে যেতে পারি তা হলে বর্তমান দুঃসময়ের ঘন অমানিশা দুরীভূত করে হারানো অধিকার ফিরে পেতে সক্ষম হব।

পূর্বাশানিউজ/০২ ডিসেম্বর ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি