শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘সুপার মুন’ নাইট


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চাঁদ  পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ এবং সৌর জগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ। পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের কেন্দ্রের গড় দূরত্ব হচ্ছে ৩৮৪,৩৯৯ কিলোমিটার ( প্রায় ২৩৮,৮৫৫ মাইল) যা পৃথিবীর ব্যাসের প্রায় ৩০ গুণ। চাঁদের ব্যাস ৩,৪৭৪.২০৬ কিলোমিটার (২,১৫৯ মাইল) যা পৃথিবীর ব্যাসের এক-চতুর্থাংশের চেয়ে সামান্য বেশি। খবরটি জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

সুপার মুন প্রসঙ্গে নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, আজ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে চাঁদ। অন্যদিনের তুলনায় চাঁদকে আজ দেখা যাবে ১৪ শতাংশ বড় ও ৩০ শতাংশ বেশি উজ্জ্বল।

নাসা  জানায়, শেষ জানুয়ারির ‘সুপার মুন’-টি থাকবে রাহুর গ্রাসে। উত্তর আমেরিকা, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দেখা যাবে সেই গ্রহণ। বাড়তি হিসেবে পাওয়া যাবে চাঁদের ‘লালাভ’ রূপ।

গত ১ই ডিসেম্বর নাসার জানায়, আকাশ প্রেমীরা আগামী দুই মাসে একটি চন্দ্রগ্রহণসহ পরপর তিনবার ‘সুপার মুন’ দেখার সুযোগ পাবেন। এর মধ্যে একটি ‘সুপার মুন’ হচ্ছে ‘এক্সট্রা স্পেশাল’।

উল্লেখ্য, ‘সুপার মুন’ দেখা যাবে আগামী ১ ও ৩১ জানুয়ারি জানিয়েছে নাসা।

পূর্বাশানিউজ/০৪ ডিসেম্বর ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি