শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতের সেই নবজাতকটি এবার সত্যিই মারা গেছে!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১২.২০১৭

ডেস্ক রিপোর্ট:

ভারতে দিল্লিতে নবজাতককে ভুল করে মৃত ঘোষণা করেছিলেন দুই চিকিৎসক। কিন্তু শিশুটির দেহে তখনও প্রাণ ছিল। মৃত ঘোষণা করার পর প্লাস্টিকের ব্যাগে ভরে ফেলা হয় নবজাতকটিকে। কিন্তু পরিবারের সদস্যরা খেয়াল করেন, ব্যাগের ভেতর শিশুটি নড়ছে। এরপর তারা দ্রুত শিশুটিকে নিকটবর্তী আরেকটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। এবার সত্যিই মারা গেছে নবজাতকটি।

তদন্তের পর ভুল চিকিৎসার দায়ে ওই দুই চিকিৎসককে চাকরি থেকে বহিস্কার করা হয়েছে। তবে শিশুটির বাবা চান, তাদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেয়া হোক। গত ৩০ নভেম্বর দিল্লির বেসরকারি ম্যাক্স হাসপাতালে এ ঘটনা ঘটে। শিশুটি মারা যাওয়ার পর পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেছে সেই হাসপাতাল।
তবে তাতেই পার পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসায় অবহেলা প্রমাণিত হলে হাসপাতালটির লাইসেন্স বাতিলের ঘোষণা দিয়েছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জেইন। এ নিয়ে মামলাও হয়েছে। দিল্লি পুলিশ বুধবার বলেছে, ‘মামলা অপরাধ ইউনিটে স্থানান্তর করা হয়েছে। ‘

পূর্বাশানিউজ/০৭ ডিসেম্বর ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি