শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইউসিবিএল ব্যাংকে অগ্নিকাণ্ডে নৈশপ্রহরী নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আজ রোববার ভোররাত ৪টার দিকে নারায়ণগঞ্জের টানবাজার এলাকায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে (ইউসিবিএল) অগ্নিকাণ্ডে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক কর্মীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

নিহত নৈশপ্রহরীর নাম সেলিম। বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। আহত ফায়ার সার্ভিস কর্মীর নাম আমিরুল ইসলাম।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ১০ তলাবিশিষ্ট ভবনের ৩ তলায় ইউসিবিএল ব্যাংকের অবস্থান। ভোররাতে ফ্লোরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এদিকে ভবনের ওপরের তলায় বসবাসকারীরা আতংকিত হয়ে ছাদে গিয়ে আশ্রয় নেন। সেখান থেকে উদ্ধারকর্মীরা ক্রেনের সাহায্যে নারী-শিশুসহ ৪০ জনকে উদ্ধার করেন। এ সময় পাঁচ থেকে ছয়জন আহত হন। এখন আগুন নিয়ন্ত্রণে।

সূত্র আরো জানায়, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। তদন্তের পর সব জানা যাবে।

পূর্বাশানিউজ/১০ ডিসেম্বর ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি