শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আজ আবার মুখোমুখি মাশরাফি-তামিমরা


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বৃষ্টির কারণে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ হওয়া নিয়েই শঙ্কা ছিল। ম্যাচটি মাঠে না গড়ালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সরাসরি চলে যেত ফাইনালে। তবে বৃষ্টি থেমে যাওয়াও নির্ধারিত সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হয়। রংপুর রাইডার্স টস জিতে ব্যাটিংয়েও নামে। তবে সপ্তম ওভারের খেলা শেষে আবার বৃষ্টি শুরু হওয়ায় খেলা স্থগিত থাকে। এরপর বৃষ্টি থামার পর আবার নামে। মাঠে বিপিএলের বাইলজ এবং আইন কানুন নিয়ে ছুটোছুটি শুরু হয়। পরে বিপিএল কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘোষণা করা হয়, সোমবার সন্ধ্যা ৬টায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবার শুরু হবে ম্যাচটি। রোববার যে অবস্থানে স্থগিত হয়েছে সেখান থেকেই শুরু হবে খেলা। অর্থাৎ, ৭ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৫৫ রান নিয়ে ব্যাটিং শুরু করবে রংপুর।

এই সিদ্ধান্ত মানতে চায়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কারণ, এই ম্যাচ না হলে বেশি জয় ও মুখোমুখি দেখায় রংপুরকে পেছনে ফেলে ফাইনালে তো চলে যায় তারাই। সূচিতে রিজার্ভ ডে ছিল না। কিন্তু এক পর্যায়ে তামিমদের মেনে নিতে হয় বিসিবির সিদ্ধান্ত। ঘোষক এসে ঘোষণা দিয়ে যান। ক্যামেরার সামনে তামিম ক্রিকেটের স্বার্থে মেনে নিয়েছেন বললেও ঘটনাক্রম আসলে তা বলে না।

বৃষ্টির হুমকি উপেক্ষা করে ঠিক ৬টাতেই নির্দিষ্ট সময়ে খেলা শুরু হয়েছিল এই দ্বিতীয় কোয়ালিফায়ারের। জয়ী দলের ফাইনাল প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস অপেক্ষায়। কিন্তু খেলা শুরু হওয়ার আধ ঘণ্টার খানিক পরে বৃষ্টি নামে। ইলশে গুড়ি বৃষ্টি খুব বড় আকার নেয়নি। ৮টার পরে একবার কাভার তোলা হয়েছে। আবার বৃষ্টির সামান্য ঝাপটা। আর তা চলতে থাকে। মাঠে চলতে থাকে নাটকীয়তা। কার্টল ওভারের ম্যাচ খেলতে রাজি নয় কুমিল্লা দল এই সিদ্ধান্ত দেওয়ার নির্দিষ্ট সময় পেরিয়ে গেছে বলে।

শেষে রাত দশটার পরপরই বিসিবির ঘোষণা আসে। তার মানে, কুমিল্লা মেনে নিতে বাধ্য হয়েছে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমেছিল মাশরাফি বিন মুর্তজার রংপুর। তারপর তো নানা নাটকীয়তা এবং শেষে বিপিএল গভর্নিং কাউন্সিল তাদের ক্ষমতাবলে ম্যাচটা পরের দিনে নিয়ে গিয়ে বিপিএলে নতুন একটি অধ্যায় যোগ করলো। সেটা বিতর্কিত না ক্রিকেটের স্বার্থে সেটা বলবে সময়।

পূর্বাশানিউজ/১১ ডিসেম্বর ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি