রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » রাঙ্গামাটির জুরাছড়িতে আওয়ামী লীগ থেকে ১৭৫ নেতাকর্মীর পদত্যাগ


রাঙ্গামাটির জুরাছড়িতে আওয়ামী লীগ থেকে ১৭৫ নেতাকর্মীর পদত্যাগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:
রাঙ্গামাটির জুরাছড়ি আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে পদত্যাগের হিড়িক পড়ছে। দলের উপজেলা সাংগঠনিক সম্পাদক লাল বিহারী চাকমাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫২ জন নেতাকর্মী গতকাল সোমবার পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া গেছে।
ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে প্রতিদিন ৫০-৬০টি করে পদত্যাগপত্র স্ব-স্ব সভাপতির কাছে জমা পড়ছে।
এর আগে প্রথম দফায় ১২ ও দ্বিতীয় দফায় আরো ১১১ জন নেতাকর্মী পদত্যাগ করেন। উপজেলা যুব লীগের নেতা অরবিন্দু চাকমার খুন হওয়ার পর এ নিয়ে তৃতীয় দফায় মোট ১৭৫ জন নেতাকর্মী পদত্যাগ করলেন।
শনিবার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাতব্বর  এক বিবৃতিতে বলেন, জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সন্ত্রাসীরা তাঁদের নেতাকর্মীদের হত্যার ভয় দেখিয়ে পদত্যাগ করতে বাধ্য করছে। তবে জনসংহতি সমিতি বিষয়টি অস্বীকার করেছে।
পূর্বাশানিউজ/১২ ডিসেম্বর ২০১৭/রুমকী


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি