রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


প্যারিসে প্রধানমন্ত্রীর সম্মেলনস্থলে বিএনপির বিক্ষোভ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপি। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে ইউরোপ বিএনপি নেতারা স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে নির্ধারিত কনফারেন্স হলের সামনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন। তবে এর মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ান প্ল্যানেট সামিট আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন।

প্রচণ্ড শীত ও তুষারপাত উপেক্ষা করে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত বিএনপির নেতাকর্মীরা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রর্দশন করেন। এসময় বর্তমান সরকারবিরোধী নানা শ্লোগান দেন তারা।

বিএনপির নেতাকর্মীরা বর্তমান শেখ হাসিনার সরকারকে গুম খুনের রাজনীতি বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহ্বান জানান। এছাড়া খালেদা জিয়া এবং তারেক রহমানসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ‘হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের আহ্বান জানান তারা।
ফ্রান্স সফরকে কেন্দ্র করে ফ্রান্স বিএনপি এই বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচির আয়োজন করে। ইতালি, বেলজিয়াম, ডেনমার্ক, যুক্তরাজ্য, সুইডেনসহ ইউরোপের বিভিন্ন দেশের বিএনপির নেতারা প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

পূর্বাশানিউজ/১৩ ডিসেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি