রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিজয় মানেই যুদ্ধের ইতিহাস


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিজয় মনেই একটি যুদ্ধ। যুদ্ধ মানেই জয়ের একাগ্রতা, বুকের তাজা রক্তভেজা মাটি ও মানুষের মুক্তির প্রয়াস। মাটি আর মানুষ মানেই বংলাদেশ, একটি জাতির ইতিহাস।

আজ থেকে ৪৬ বছর আগে ১৬ ডিসেম্বর পাকিস্তানি ঘাতক বাহিনী সম্মুখসমরে পরাজয় বরণ করে বাঙালি জাতির কাছে। সে প্রাপ্তি যেমন বেদনার, তেমনি চিরগৌরবেরও। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে সে অর্জন প্রজন্মের পর প্রজন্মের নিরঙ্কুশ ও বাধাহীন বেড়ে ওঠার ইতিহাস।

আজ জাতি কৃতজ্ঞ সেইসব বাঙালির কাছে যারা সম্ভ্রম হারিয়ে, অসহ্য নির্যাতন, দুর্বিষহ যন্ত্রণা সহ্য করে এনে দিয়েছে লাল-সবুজের পতাকা, একটি স্বাধীন বাংলাদেশ।

জয়ের ইতিহাসের পেছনে ‍লুকিয়ে আছে বৃহৎ ঝঞ্ঝাবিক্ষুব্ধ পথ। পথে পথে ছড়িয়ে আছে বঙালির প্রতি বিভিন্ন সময় শোষণ-শাসনের নষ্ট ইতিহাস।  ২০০ বছর ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পর দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভাগ হয় ভারতবর্ষ। ব্রিটিশ শাসন-শোষণের অবসান হলেও মুক্তি মেলেনি বাঙালি। শাসকের ভূমিকায় অবতীর্ণ হয় পাকিস্তান। চালাতে থাকে অর্থনৈতিক ও সাংস্কৃতিক শোষণ।

পাকিস্তান হায়না আঘাত করে বাঙালির মাতৃভাষার ওপরে। শুরু হয় ভাষার জন্য বাঙালির আন্দোলন। সেই ষড়যন্ত্র রুখে দিতে বুকের তাজা রক্ত দেয় বাঙালি। ভাষা আন্দোলনের পথ ধরেই উন্মেষ ঘটে স্বাধিকার আন্দোলনের এক পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন। সারা বাংলা ফুঁসে ওঠে অসহযোগ আন্দোলনে। জাতিকে তিনি মুক্তিযুদ্ধের জন্য ঐক্যবদ্ধ ও মানসিকভাবে প্রস্তুত করে তোলেন।

১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণে স্পষ্ট ভাষায় ঘোষণা দেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ পাকিস্তানি ঘাতক বাহিনী ২৫ মার্চ রাতে আকস্মিকভাবে ঘুমন্ত বাঙালিদের ওপর গণহত্যা চালাতে শুরু করলে বীর বাঙালি তাদের প্রতিরোধের সংগ্রামে আত্মনিবেদন করে। দীর্ঘ নয় মাসের সংগ্রাম শেষে এই দিনে বিজয়ের মধ্য দিয়ে অর্জিত হয় চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা। সেই রমনার রেসকোর্স ময়দানেই আত্মসমর্পণ করে পাকিস্তানি ঘাতক বাহিনী।

সুদীর্ঘ আন্দোন-সংগ্রামে লাখ লাখ প্রাণের বিনিময়ে ধরা দেয় স্বাধীন বাংলার সূর্য, একটি স্বাধনী দেশ- বাংলাদেশ। ভাষা ও মুক্তির আন্দোলনে আত্মদানকারী সেইসব বাঙালির জন্য শ্রদ্ধাবনত বাঙালি আজও স্মরণ করে বিনম্র শ্রদ্ধায়।

পূর্বাশানিউজ/১৬ ডিসেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি